“কি অদ্ভুত! ম্যাগাজিনের নাম কখনো কি সভা হয় নাকি? সত্যি বলতে এটার উত্তর আমাদের জানা নেই। আমাদের জানা নেই আসলে নাম কেমন হওয়া জরুরি ছিল! কিš‘ আমাদের চেষ্টা ছিল এই ম্যাগাজিনটি বৈঠকী ঢং-এ সাজানোর, যেখানে প্রতিটি বর্ণমালার সাথে একজন পাঠকের কথা হবে। হয়তো সেই স্বাদ পুরোপুরি আমরা আমাদের পাঠকদের দিতে পারিনি। যতটুকু অপূর্ণতা আছে সবার পরামর্শ ও সহযোগিতা পেলে আশা করি আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো।”
নিশ্চয়ই আঁধারের বক্ষে জেগে থাকবে আধেক আলো।
সূচিঃ শিয়রে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র থেকে বিজয়ের গল্প