মুহাম্মদ জামালুদ্দীন ১৯৫০ সালের ২৯ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী থানার বাথুয়া গ্রামে জন্ম গ্রহন করেন। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তি হয়ে কিছুটা বাম রাজনীতির উপরে ঝুঁকে পড়েন।শিক্ষাজীবন শেষে সাইন্সল্যাবরেটরীতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন তিনি।১৯৭৫ সালে জিওফিজিসিস্ট হিসেবে পেট্রোবাংলায় যোগদান করেন।দীর্ঘ চাকরি জীবন শেষে ২০০৭ সালে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহন করেন।নব্বই এর দশকে ইসলাম ধর্ম নিয়ে আগ্রহ জন্মালেও ততরা আর সামনে এগোনো যায় নি ব্যস্ততার কারণে।অবশেষে,চাকরি জীবনের শেষে ২০১৩ সাল থেকে তিনি নিয়মিত লেখালেখিতে মনোনিবেশ করেছেন নিজেকে।
-কাহিনী সংক্ষেপঃ বইটির নাম দেখেই অনেকটা বুঝে নেয়া যায় যে,বইটির আলোচ্য বিষয় কি! মহান আল্লাহর পৃথিবীতে মানুষই সর্বশ্রেষ্ঠ জীব। পৃথিবীর যত অগ্রগতি বা উন্নয়ন যা-ই বলি না কেন,সব কিছুর পেছনে নারী-পুরুষ উভয়েরই অবদান রয়েছে। 'নিসা' শব্দটি দ্বারা নারীকে বুঝানো হয়ে থাকে।কুরআন শরীফে এ সম্পর্কে আলেচনা করা হয়েছে। এ নামে কুরআন শরীফে একটি সূরাও রয়েছে। কুরআনের বিভিন্ন আয়াত,হাদীসে নারীদের অধিকার,মর্যাদা,তাদের মূল্যায়ন সম্পর্কে স্পষ্ট বর্ণনা করা আছে।বইটিতে অসংখ্য রেফারেন্স,আরবি আয়াতের সম্মিলন ঘটেছে।লেখক তার মতামত সুস্পষ্ট ভাবে তুলে ধরতে চেয়েছেন বইটিতে।নারীদের সন্মান যে কোনো দিক থেকেই কম নয়,তা বইটে পাঠের পরে স্পষ্ট হয়ে উঠবে।
-পাঠ প্রতিক্রিয়াঃ ইসলামিক ভাবধারায় রচিত বইটি নারী সম্পর্কে ধার