• শিক্ষকদের জন্য রয়েছে গণিত ও উচ্চতর গণিতের বহুনির্বাচনি প্রশ্ন তৈরির ১৪টি নিয়ম; নমুনা উত্তর ও নম্বর প্রদান নির্দেশিকা এবং সৃজনশীল প্রশ্ন তৈরির নিয়ম ও নমুনা উত্তরসহ অনেক তথ্য।
• শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন শ্রেণির গণিতের নম্বর বণ্টন, গণিতের চিহ্নের শুদ্ধরূপ, গণিত-বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর।
• ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব অধ্যায়ের সৃজনশীল গণিতের রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের নমুনা উত্তর।
এই বইয়ের সাহায্যে শিক্ষার্থী ও শিক্ষকেরা সরাসরি সৃজনশীল গণিতের প্রশ্নপদ্ধতির নিয়মকানুন জেনে সমস্যার সমাধান করতে পারবেন এবং অভিভাবকেরা তাঁদের সন্তানদের সৃজনশীল গণিত জানা ও বোঝার ব্যাপারে সহায়তা করতে পারবেন।
প্রথমা প্রকাশন বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। এটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হচ্ছে প্রথম আলো। প্রথমা প্রকাশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই মুক্তিযুদ্ধ ও স্বপক্ষের বিভিন্ন বিষয় এবং নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে প্রথমা প্রকাশন। শুরু থেকেই প্রকাশনীটি একুশে বইমেলাতে অংশগ্রহন করে আসছে। প্রকাশনটি এখন পর্যন্ত প্রায় ১০২ জন লেখকের ৩১৬ এর অধিক বই প্রকাশ করেছে।