শাহ সুফি হযরত কালাচান ফকির বাংলা ভাষাভাষী আধ্যাত্মিক সাধকদের কাছে অতি পরিচিত নাম। কালাচান ফকিরকে নিয়ে লেখার মতাে কোনাে জ্ঞানই আমার নেই। কালাচান ফকির নড়াইল জেলার অধীন কালিয়া থানার নওয়াগ্রামের এক প্রাণবন্ত কিংবদন্তি। কালাচান ফকিরের ফকিরির গৌরব এত দূর পৌছে গেছে যে সারা বাংলাদেশের সব মানুষ তাকে কালাচান ফকির হিসেবে চেনে। আমার মতাে অধম কালাচান ফকিরের নামের সাথে নাম জড়িয়ে নিজেকে ফকির ভক্তদের কাছে তুলে ধরে রাখতে চায় মাত্র। কালাচান ফকিরের নামেই নওয়াগ্রাম’ যশাের জেলায় তিন কালার গ্রাম নামে অতি পরিচিত ছিল। কালাচান ফকিরের পৈতৃক নাম ছিল মাে. হেরাজতুল্লাহ্ মােল্লা। তাঁর গায়ের রং কালাে ছিল বিধায় মা-বাবা ও ভক্তবৃন্দ সবাই কালা বলে ডাকত আর ফকিরি তাঁর অর্জিত গৌরব । নওয়াগ্রাম আজ শিক্ষা ও সংস্কৃতি, ধর্মদর্শনে অনেক অগ্রগামী। এই প্রজন্মের শিক্ষিত সুধীজনের কাছে কালাচান ফকিরের পরিচয় তুলে ধরার জন্যই আমার এ প্রয়াস। কারণ নবী করিম (সা.) বলেছেন, “ফকির আমার গৌরব।” তাই ফকিরি কালাচান ফকিরের শুধু নয়; অত্র এলাকাবাসীর জন্য কালাচান ফকির এক আধ্যাত্মিক গৌরবােজ্জ্বল নাম। অধিকন্তু বিষয়-সম্পদের মােহহীন ফকিরই সমাজের মেরুদণ্ড, মূল চালিকাশক্তি। | কালাচান ফকিরের জীবন ও ধর্ম-দর্শন লিখতে গেলে তাঁর অকৃত্রিম বন্ধু নওয়াগ্রামবাসী দক্ষিণপাড়ার শাহ সুফি হযরত গােলাপ (মােল্লা) ফকিরের নাম উল্লেখ করতে হয়। তাঁর বাড়ি থেকে কালাচান ফকির জিকির করতে করতেই ফকিরি জ্ঞান ।
Title
শাহ্ সুফি হযরত কালাচান ফকির (রহ.)-এঁর আধ্যাত্মিক দর্শন
মিজানুর রহমান ফকির। তিনি ১৯৯৩ সালে নেত্রকোণা জেলার কংস নদীর তীরে বারহাট্টা উপজেলার ফকিরের বাজারস্থ চরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ফকির বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল কুদ্দুস ফকির। তিনি এলাকার প্রাচীনতম দীনি বিদ্যাপিঠ ‘হিফজুল উলুম মাদ্রাসা’য় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে কওমী শিক্ষাধারা ক্রমচক্রে সর্বশেষ ২০০৯ সালে ‘জামিয়া ইসলামিয়া দারুল উলুম (মসজিদুল আকবর কমপ্লেক্স), মিরপুর-১, ঢাকা’ থেকে তাকমীল (দাওরায়ে হাদীস)-এ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সেই সাথে বহুমুখী শিক্ষায় নিজেকে তৈরি করার অদম্য স্পৃহা নিয়ে ২০০৮ সালে নেত্রকোণা জেলার ‘দশধার মিসবাহুল উলূম দাখিল মাদ্রাসা’ থেকে দাখিল, ২০১০ সালে ‘এন. আকন্দ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা নেত্রকোণা’ থেকে আলিম, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় অধীনস্থ আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক (সম্মান) এবং ২০১৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি ‘মোহনগঞ্জ আলিম মাদ্রাসা নেত্রকোণা’য় আরবি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভ (CWI)-এ Assistant Editor & Admin Officer হিসেবেও কাজ করছেন। ইতোমধ্যে তাঁর লেখা ও অনূদিত বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।