ভূমিকা এই সঙ্কলন গ্রন্থে যে লেখাগুলি প্রকাশনার জন্য নির্বাচন করা হয়েছে সেগুলির মধ্যে বিষয়ের ঐক্য বা thematic unity নেই। তবে সব লেখাগুলিই ইতিহাস সংক্রান্ত এই অর্থে সেগুলিকে একেবারে এলোমেলো চিন্তার ফসল বলে বাতিল করা সঙ্গত হবে না। বিষয়গুলির মধ্যে বেশ কয়েকটিতে এ-দেশের স্বাধীনতা আন্দোলনের নানা প্রসঙ্গ আলোচিত হয়েছে। কয়েকটিতে ঔপনিবেশিক আমলের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন ব্যবস্থা এবং সমাজ জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। একেবারে প্রথম দিকের দুটি বিষয় ইতিহাসবীক্ষণ বা historiograhhy-র পর্যায়ভুক্ত। এ বছর প্রেসিডেন্সী কলেজের ১৭৫ বছর পূর্তির সমাপ্তি উদযাপন করা হচ্ছে। সেই কথা মনে রেখে এই কলেজ সম্পর্কে একটি লেখা সঙ্কলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘ভারত ছাড়ো' আন্দোলনের স্মারক রচনাটিও একই কারণে বাছাই করেছি। আর সাম্প্রদায়িকতা তো এ-দেশের জীবন্ত সমস্যা। আলোচনার বিষয় হিসাবে এটি কখনোই অপ্রাসঙ্গিক নয় ।
সঙ্কলনের রচনাগুলি বিগত বারো বছরের মধ্যে নানা পত্র-পত্রিকায় ছাপা হয়েছিল। পাঁচটি ‘বিভাব’, ‘ঐতিহাসিক’, ‘পুরশ্রী’ ও ‘বসুমতী' পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বাকী সবগুলিই ‘দেশ’-এ বেরিয়েছিল। লেখাগুলি বাছাই করার পরে অনিবার্য ভাবেই অল্প কয়েক জায়গায় পরিমার্জন ও পরিবর্ধন করতে হয়েছে। পত্রিকার লেখা আর বইয়ের মধ্যে কিছু তফাৎ থেকেই যায়। ফলে সামঞ্জস্য বিধানের জন্য রদ-বদল করেছি।