সমাজবিজ্ঞানের বিশ্লেষণ ও আলোচনার ক্ষেত্র অনেক ব্যাপক। আর এ সমাজবিজ্ঞানেরই একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে সমাজতত্ত্ব। সমাজে অবস্থানরত মানব জাতির আচার-আচরণ হচ্ছে এর মূখ্য আলোচ্য বিষয়। কেননা, বিষয়গুলো এতটাই জটিল যে সাধারণ কোনো বৈজ্ঞানিক সূত্রের আলোকে মানবজাতির আচার-আচরণ ও মানসিকতা বিশ্লেষণ করা সম্ভব নয়৷ ‘ইসলামে সমাজবিজ্ঞান' শীর্ষক এ গ্রন্থে ইসলামি সমাজ ব্যবস্থার সাথে অন্যান্য সমাজতত্ত্বের তুলনামূলক আলোচনা করা হয়েছে, সাথে সমাজবৈজ্ঞানিক মতবাদসমূহের দ্বিধাদ্বন্দ্ব এবং চিরায়ত ইসলামি সমাজের পার্থক্যগুলোও তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াই মূলত এ গ্রন্থটির উদ্দেশ্য। বইটির প্রথম ও দ্বিতীয় ভাগ ড. এম. মোসলেহ উদ্দিন লিখিত Sociology and Islam শীর্ষক ইংরেজি গ্রন্থের বাংলা অনুবাদ যেটি ইসলামিক বুক ট্রাস্ট, কুয়ালালামপুর কর্তৃক প্রকাশিত হয়েছে। এতে সমাজবিজ্ঞান ও এর বিভিন্ন মতবাদকে ইসলামি সমাজ পদ্ধতির সাথে তুলনামূলকভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ইসলামি সমাজের চিরন্তন মূলনীতিসমূহের সাথে সমাজবিজ্ঞানের অন্যান্য মতবাদের বিরোধিতাকেও সুস্পষ্টভাবে নির্দেশ করা হয়েছে। ‘সমাজবিজ্ঞানের ইসলামিকরণ' শিরোনামে গ্রন্থটির তৃতীয় ভাগ ড. ইসমাঈল রাজী আল ফারুকীর ‘সিয়াগাতুল উলুম আল ইজতিমাইয়্যা' শীর্ষক আরবি গ্রন্থের বাংলা অনুবাদ যেটি IIIT কর্তৃক প্রকাশিত হয়েছে। ড. ফারুকী সংক্ষিপ্ত এ গ্রন্থটিতে সমাজবিজ্ঞানের ইসলামিকরণের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি সমাজবিজ্ঞানের গভীরে প্রোথিত ইসলামি বৈশিষ্ট্যসমূহের বিকাশে প্রয়োজনীয় মানব সম্পদের প্রশিক্ষণের দিকনির্দেশনাও দিয়েছেন।
শাহেদ হারুন। শিক্ষক, লেখক ও গবেষক। অসাধারণ মেধাবী হিসাবে শিক্ষক, বন্ধু ও সহকর্মীদের নিকট পরিচিত। ১৯৯৪ সালে দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে উলুমুল হাদিসের উপর অনার্স ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে Socioeconomic Values of the Prophetic Society- এ বিষয়ের উপর এমফিল করেন। বাংলা ভাষাসহ আরবি, ইংরেজি, ফ্রেন্স ও উরদু ভাষায় তিনি দক্ষ। ২০০৪-২০১২ পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর ইসলামিক স্ট্যাডিজ বিভাগের লেকচারার হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজিপুরে কর্মরত। তা ছাড়া তিনি গবেষণাধর্মী ম্যাগাজিন World Vision- এর সহকারী সম্পাদক। বিভিন্ন ভাষায় দক্ষ এ মেধাবী আলেম ইসলামিক জার্নাল মাসিক 'নেয়ামত'-এর নিয়মিত কলামলেখক। আন্তর্জাতিক বিষয়ের উপর তার বিশ্লেষণধর্মী লেখনী বোদ্ধা পাঠককে মোহিত করে। তার অনুবাদের শব্দ চয়ন ও পাঠককে বুঝতে পারার সক্ষমতা সত্যিই মুগ্ধ করা। আশা করা যায় বাংলা অনুবাদসাহিত্যে তিনি প্রবাদে রূপান্তর হবেন। শাহেদ হারুন-এর গবেষণা, রচনা ও অনুবাদ মিলিয়ে বেশ ক'টি বই ইতোমধ্যে বাজারে এসেছে। কিছু বই গবেষক ও সাহিত্যমোদী পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- ১. শ্রুতিকটু পংক্তি (১৯৯৬); ২. ধর্মের সমাজবিজ্ঞান (গ্রন্থকুটির ২০১৩); ৩. ইসলামের সমাজবিজ্ঞান (BIIT ২০১৪); ৪. আদর্শ স্বামী (মাকতাবাতুল ইমদাদ ২০১৬); ৫. নবীজির, চার কন্যা (ইতিহাসের গল্প, রাহনুমা প্রকাশনী ২০১৭); ৬. শেষ প্রাচীর (উপন্যাস, রাহনুমা প্রকাশনী ২০১৭); অগ্নিপোশাক (উপন্যাস, মাকতাবাতুল আফনান ২০১৭)।