লেখকের কথা পড়ালেখা যে বিষয় নিয়েই শেষ করি না কেন চিরসত্য হচ্ছে আমার জীবনের প্রথম বই ছিল বাংলা। একদিন ঘুম থেকে উঠার পর বাবা হঠাৎ বলল তোমার জন্য একটি বই নিয়ে এসেছি। এখন থেকে পড়বে, বলে হাতে তুলে দেয় বইটি। আমার এখনো বইয়ের নামটি মাথায় ভাসে, বইটির উপরে লেখা ছিল “আমার বাংলা বই”। বাবা জীবনের প্রথম পড়া মুখস্থ করালেন বইটির কবিতাগুলি দিয়েই। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ, রবীন্দ্রনাথের আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি। কিছুদিন পর কবিতাগুলি খুব দ্রুত মুখস্থ বলতে পারতাম। শখ করে জীবনের প্রথম হজরত ভাই-এর সাথে যেদিন বাবা বিদ্যালয়ে পাঠিয়েছিল, ছুটি কবিতাটি কেউ না পারায় ক্লাসের ছাত্র না হয়েও আমি উত্তর করেছিলাম। এই যে দেখুন গল্প বলা শুরু করে দিলাম, যাহোক এভাবে দ্বিতীয় শ্রেণীতে কাজী নজরুল ইসলামের আমি হব সকাল বেলার পাখি, তৃতীয় শ্রেণিতে চল চল চল। স্কুল জীবনে অনুপ্রেরণা জাগিয়েছিল কিন্তু স্বপ্ন দেখিনি কখনও কবিতা লিখতে পারব। খুব মনে হচ্ছে স্বপ্ন আজ সত্যি হল ‘অনুপ্রেরণা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হওয়ার মাধ্যমে। কবি হওয়ার যোগ্যতা আমার হয়তো নেই তবুও সজ্ঞানে এতটুকু বলব কীভাবে আদর্শ, ভালো মানুষ হওয়া যায়, সম্মান দেয়া নেয়া, কীভাবে ভয়কে দূরে ঠেলে পরিশ্রমের মাধ্যমে সফলতার হাসি মুখে ফুটে উঠে, মোটকথা বয়স বাড়ার সাথে সাথে একজন মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন তথা জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নেয়ার একটুখানি প্রয়াস হবে ‘অনুপ্রেরণা’ গ্রন্থটি, ইশাআল্লাহ এতটুকু আশা রাখি। এম এ রউফ ৩১.১২.২০১৭
এম এ রউফ লালমনির হাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামে ১৯৯১ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে নামুড়ীদ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম স্থান অধিকার করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিদ্যালয় কর্তৃক পুরস্কার প্রাপ্ত হন। ২০০৯ সালে করিম উদ্দিন পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগ থেকে তৃৃতীয় স্থান অধিকার করে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। কলেজের অভ্যান্তরীণ পরীক্ষাগুলোতে সর্বাধিক মার্কধারী হিসেবে কয়েকবার বৃত্তি পেয়ে পুরস্কৃত হয়েছেন। পরবর্তীতে আংশিক বৃত্তি পেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগ থেকে বি.ফার্ম (অনার্স) ২০১৫ পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি দেশের সেরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের ফার্মাসিউটিক্যাল টেকনোলজী (এম.ফার্ম) বিভাগে অধ্যয়নরত। মানুষ নিয়ে চিন্তা ও লেখালেখির হাতেখড়ি ছোটবেলা থেকেই। তাইতো তার ফল প্রকাশ পেয়েছিল ২০১৩ সালের নিজের গ্রামের বিদ্যালয়ে ‘বিজ্ঞান ক্লাব’ প্রতিষ্ঠার মাধ্যমে। এজন্য ক্লাব কর্তৃক আয়োজিত এক সেমিনারে জেলার শিক্ষা অফিসার স্যার এম এ রউফ কে ‘লালমনিরহাটের গর্ব’ বলে আখ্যায়িত করেছেন। এছাড়া তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংগঠন ও স্বেচ্ছা-সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন। ২০১৩ সাল থেকে প্রতিযোগিতামূলক ওয়েবসাইট ‘গল্পকবিতাডটকম’ এ তিনি নিয়মিত লিখে আসছেন। ‘অন্য নীলা’ তার দ্বিতীয় উপন্যাস। তার প্রথম উপন্যাস ‘বিয়ে বাড়ি’ একুশে বইমেলা-২০১৬ তে প্রথম প্রকাশিত হয়। মে ২০১৫ থেকে আগস্ট ২০১৬ পর্যন্ত তিনি বি.সি.আই কলেজে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঘওঞ ‘জাতিয় যুব প্রশিক্ষণকেন্দ্র, ঢাকা, বাংলাদেশ’ মেডিকেল বিভাগে প্রভাষকের দায়িত্বের পাশাপাশি লেখালেখিতেও পারদর্শীতার স্বাক্ষর রেখে আসছেন।