“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন”(সূরা বাকারাহ, ২২২) . আল্লাহর দয়া থেকে দূরে সরে যাওয়া যত কঠিন, আল্লাহর দয়ার ছায়াতরে ফিরে আসার পক্রিয়ার এর চেয়ে অনেক সহজ। তাওবাহকে আল্লাহ অত্যন্ত সহজ করে দিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে আমরা তাওবার প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ, কিংবা ভুল ধারণায় নিমজ্জিত। তাই আমাদের অনেকে একেবারে হতাশ হয়ে বলেন “আমার এতো গুনাহ মাফ করবেন না আল্লাহ্”। আবার অনেকে আল্লাহর রহমতকে ভুলভাবে বুঝেন এবং দাবী করেন “বুড়ো বয়সে তাওবাহ করে নিলে আল্লাহ মাফ করে দিবেন।” এই কথা বলে গুনাহ চালিয়ে যান।তাওবাহ একটি ইবাদাহ, এর রয়েছে সঠিক পদ্ধতি। সেই পদ্ধতি ছাড়া তাওবাহ কবুল হয় না। বক্ষ্যমাণ বইটিতে সেই তাওবার প্রক্রিয়া, তাওবাহ বিষয়ক বিভিন্ন ঈমান জাগরণী গল্প ঘটনা আলোচিত হয়েছে। "তাওবাতান নাসূহা খাঁটি তাওবা" বইয়ের সূচি:
Mufti Muhammad Mamunur Rashid মুফতী মুহাম্মাদ মামুনুর রশীদ । জন্ম ১৯৮৬ সনের ১২ সেপ্টেম্বর । প্রাচীন বাংলার রাজধানী সোনারগাও এর লক্ষ্মীবরদী নামক গ্রামে | লেখা-পড়ার হাতেখড়ি স্থানীয় মাদরাসা 'ভিটিপাড়া ইসলামিয়া ইবরাহীমিয়া মাদরাসা’য় ৷ প্ৰাথমিক শিক্ষা সম্পন্ন করে চলে আসেন ঢাকায় । বাবা সোহরাব উদ্দীনের ব্যবসাস্থল খিলগাঁও হওয়ার সুবাদে ভর্তি হন জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও’-এ । সেখান থেকেই দাওরায়ে হাদীস শেষ করেন এবং পবিত্র কুরআনের তাফসীর বিষয়ক উচ্চতর ডিগ্রি লাভ করেন । অতঃপর সাভারের দারুত তাখাসসুস আলমান্নানিয়া আল-ইসলামিয়া’ থেকে ইসলামী আইন শাস্ত্রের উচ্চতর ডিগ্রি অর্জন করেন । ’মাগফিরাতের বিস্ময়কর ঘটনাবলী’ অনুবাদকের প্রথম অনুবাদ । নারীর বেহেশতী সাজ’ প্ৰথম প্রকাশনা। রচনা, সংকলন, সম্পাদনা ও অনুবাদসহ তার বেশ কয়েকটি বই এখন বাজারে । উলুম, দক্ষিণগাঁও, বাসাবো, ঢাকা-১২১৪’-এ খেদমতে নিয়োজিত আছেন ।