বেশ কয়েকবছর ধরে লেখালেখিতে মননিবেশ করা লেখক আনোয়ার তালুকদার গল্প,নাটক,উপন্যাস,ভ্রমণকাহিনী নিয়ে বেশ কয়েকটি লেখা পাঠকসমাজকে উপহার দিয়েছেন।সমানতালে চালিয়ে গিয়েছেন সাংবাদিকতাও!দেশসেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে চাকরিও করেছেন কিছুদিন।
-কাহিনী সংক্ষেপঃ জীবনের অস্তিত্ব গতিতে।গতিই জীবন।বলা হয়ে থাকে তুমি উড়তে থাকো,যদি তা সম্ভব না হয় তাহলে দৌঁড়াতে থাকো।দৌঁড়ানো সম্ভব না হলে হলে হাটো,আর তাও যদি সম্ভব না হয় তাহলে গড়িয়ে গড়িয়ে চলো।অর্থাৎ,গতি জীবনের সব!
লেখক অফিসিয়াল কাজে ইউরোপ গিয়েছিলেন।তখনকার স্মৃতিগুলো একমলাটে আবদ্ধ করে বইটি তৈরি করা হয়েছে।একে একে লেখক ১৪ টি দেশ ভ্রমণ করেছেন।যদিও,এসকল দেশের কয়েকটি দেশে লেখকের একাধিক বার ভ্রমণের অধিকার রয়েছে।
দেশগুলো হলো-
-ডেনমার্ক
-জার্মানি
-নেদারল্যান্ড
-বেলজিয়াম
-লুক্সেমবার্গ
-ইংল্যান্ড
-ফ্রান্স
-স্পেন
-সুইজারল্যান্ড
-অষ্ট্রিয়া
-ফিনল্যান্ড
-সুইডেন
-ইতালি
-ভ্যাটিকান সিটি
যেসকল দেশে ভ্রমণ করতে যাওয়া হবে,তার সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে গেলে বেশ সুবিধা পাওয়া যায় জার্নিতে।বেশকিছুই পরিচিত মনে হবে। এক এক দেশের এক একরকম সংস্কৃতি সম্পর্কে ধারণা আহরণ বেশ নতুন অভিজ্ঞতা লেখকের জন্য ছিলো।
-পাঠ প্রতিক্রিয়াঃ বই আসলে এমন একটি মাধ্যম যা আপনাকে কোনো দেশে না ঘুরিয়েও সে দেশের সংস্কৃতি,পরিবেশের দারুণ ভাবে মিশিয়ে দিয়ে যেতে পারবে।যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে 'কিছু পথ চলা কিছু কথা বলা' বইটি।কখন যে মিউনিখ,আমস্টারডাম বা ভিয়েনা স্টেশনে আপনি ঘুরে আসবেন তা বুঝতেই পারবেন না।