তপন বাগচী জন্ম: ২৩ অক্টোবর ১৯৬৮; কদমবাড়ি (মাতুলালয়) মাদারীপুর; পিতা তুষ্টচরণ বাগচী; মাতা জ্যোতির্ময়ী বাগচী। শিক্ষা: গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ও ফোকলোর বিষয়ে পিএইচডি । তিনি কবি, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, যোগাযোগবিদ ও ফোকলোরবিদ।। উল্লেখযোগ্য গ্রন্থ: কেতকীর প্রতি পক্ষপাত (১৯৯৬)-সহ ৭টি কবিতাগ্রন্থ, বুকের ভেতর বসত করে (২০১৪)-সহ ৫টি গীতিকবিতাগ্রন্থ; চরকাবুড়ি ওড়ায় ঘুড়ি (২০১২)-সহ ১৭টি ছড়াগ্রন্থ ও সাতদিনের সাতকাহন-সহ ৫টি কিশোর গল্পগ্রন্থ; সাহিত্যের এদিক সেদিক (২০১৩), রবীন্দ্রনাথ ও বৌদ্ধ আখ্যান (২০১২), লালন মতুয়া লোকসংগীত সন্ধান (২০১২), যাত্রাগান: জনমাধ্যম ও সামাজিক পরিপ্রেক্ষিত (২০০৭), মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ (২০০৭), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ: চন্দ্রাহত অভিমান (২০০২)-সহ ৪০টি প্রবন্ধ গ্রন্থ। পুরস্কার ও স্বীকৃতি:: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (ফোকলোর, ২০২৩), স্টান্ডার্ড চার্টার্ড দ্য ডেইলি স্টার সেলিব্রটিং লাইফ লিরিক অ্যাওয়ার্ড (গান, ৪বার), সাংস্কৃতিক খবর পদক (কবিতা, কলকাতা, ২০১৩), মহাকবি মাইকেল মধুসূদন পদক (প্রবন্ধ, ২০১২), অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক (গবেষণা, ২০০৮), জসীমউদদীন গবেষণা পুরস্কার (প্রবন্ধ, ১৯৯৬), মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার (প্রবন্ধ, ১৯৯১)-সহ ছত্রিশটি পুরস্কার ও স্বীকৃতি লাভ করেন। পেশা: পরিচালক, ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগ, বাংলা একাডেমি ।