সুমন শামস আমার দেখা সমসাময়িক তরুন মেধাবীদের মধ্যে অগ্রগণ্য এক কবিমানস,সাহিত্যের কয়েকটি শাখায় তার উত্তীর্ণ ও বিস্ময়কর বিচরণ আমাকে গভীরভাবে আশ্বস্ত করেছে।প্রথমত ওকে কবি হিসেবে আবিস্কার করলেও;পরবর্তীতে তার গল্প এবং প্রবন্ধের সঙ্গে পরিচিত হই তার পাঠ ও সাহিত্যচর্চার পরিণত চেহরাটা দেখে।এতোটা কম বয়সের একজন তরুণ প্রভাষক কী করে এতোসব রপ্ত করলেন,ভেবে কিনারা হয় না।মনে হয় যেনো ওর ভেতরে অনেক আগেই থেকেই সাহিত্য রচনার সকল রীতিকানুন ঈশ্বর সপ্তমুখে গুঁজে দিয়েছিলেন।সেই মুখ খুলে বেরিয়ে এসেছে সুমন শামস।সুমনের কবিতা পড়তে গেলে বাংলা ভাষার সবচেয়ে প্রভাববিস্তারকারি কবি জীবনানন্দ দাশকে দেখে ফেলি।না,অনুসরণ কিংবা অণূকরণে নয়।মেধায় ও নির্মাণে ।সুমনের কবিতা শুধূ কবিতা মাত্র নয়,অনুসন্ধানী পাঠক কবিতার আস্বাদ যেমন পাবেন-তেমনি অনুভব করবেন ভ্রমণের পুলক।সুমনের কবিতার এতো বেশি পৌরণিক চরিত্র,ঐতিহাসিক স্থান-বলয়,ঐতিহ্যের সমন্বয় ঘটেছে যে পাঠক সব জেনে বুঝে পড়তে গেলে তার বিশ্বভ্রমণটাই ঘটে যাবে।সুমন সময়ের থেকে অগ্রগামী কবি ও কথাসাহিত্যিক।ওর কবিতার চিত্রকল্প,শব্দবিন্যাস ও উপমা-উৎপেক্ষায় কোনো বহুজীর্ণ অক্ষমতার গন্ধ ভরা নেই।নিরন্তর ছন্দ ভেঙ্গে নতুন নতুন দ্যোতনা আবিস্কারেও সিদ্ধহস্ত।তার কথাসাহিত্যে ও গল্পের বেলায় একই কথা বলা যায়।সুমনের গল্পে যেমন সময়-অসময়ের গল্প আছে;তার গল্পভাষ্য ও বিন্যাস তেমনি যেনো সময়কে ছাড়িয়ে এক অসমাণ্য আখ্যানমালা।সুমন গল্পে খোঁজেন না;গল্পই তার স্বার্থকতা পরিণতির লক্ষ্যে সুমনকে খুঁজে নেয়।সুমনের গল্প কবিতা থেকে খুব বেশী দূরে অবস্থান করে না। -ওবায়েদ আকাশ
সুমন শাসের জন্ম ১৯৮৭ সালের ৫ আগস্ট। রাজশাহী জেলার বোয়ালিয়া থানার উপশহরে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। শূন্য দশক থেকে শুরু করলেও মূলত দ্বিতীয় দশক থেকে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সক্রিয়। সাহিত্যের ছোটকাগজ 'ধ্রুব'র সম্পাদক। সুমন শাম্স বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। এছাড়াও গীতিকার হিসেবে হিন্দুস্তান রেকর্ডস এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। টেলিভিশন নাটক ও টেলিফিল্মে তাঁর লেখা গান প্রচারিত হয়েছে। সুমন শাসের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১টি। প্রকাশিত কাব্যগ্রন্থ তিথির অতিথি (২০০৯) একটি তারার নিচে ভীষণ রাত (২০১২) কবির অক্ষরে লেখা ছিলো না (২০১২) ঘাই মানবের শিকারকাব্য (২০১৭) আত্মার পদাবলি (২০১৮), বিশ ফাগুনের দহন (২০১৮) কাব্যসংগ্রহ-১ (২০১৯) প্রকাশিত গল্পগ্রন্থ ছুরির ওপাশে সভ্যতা (২০১৮) প্রকাশিত প্রবন্ধগ্রন্থ কবিতার নিয়তি ও ব্যক্তিগত রবীন্দ্রনাথ (২০১৮) প্রকাশিত ছড়াগ্রন্থ খুকু তোর জন্য (২০২০) পুরস্কার ও সম্মাননা শালুক সাহিত্য পুরস্কার (২০১৯), কবি ওমর আলী পদক (২০১৯) ধ্রুব সাহিত্য সম্মাননা (২০০৯), চিহ্ন সম্মাননা (২০১৩) তুর্যনিনাদ সম্মাননা পদক (২০১৯), কণ্ঠস্বর সম্মাননা (২০১৯)