“আওরঙ্গজেব ব্যক্তি ও কল্পকথা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ আওরঙ্গজেব প্রবল বৈপরীত্যপূর্ণ ও ধাধাময় এক ব্যক্তিত্ব। অনেকে তাকেই মােগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেন। অথচ তিনিই মােগল সাম্রাজ্যকে সর্বোচ্চ মাত্রায় সম্প্রসারিত করেছিলেন। আওঙ্গজেবকে হিন্দুবিদ্বেষী মনে করা হয়। অথচ তার আমলেই হিন্দুরা মােগল মসনবে সর্বোচ্চ সংখ্যায় নিয়ােগ পেয়েছিল। তাকে খাটি মুসলিম মনে করা হয়। অথচ তার আমলেই ইসলামি অনেক অনুষ্ঠানের ওপরও বিধিনিষেধ আরােপ করা হয়েছিল। তিনি বিশ্বের বৃহত্তম মসজিদটি নির্মাণ করেছিলেন, অথচ নিজের কবরের জন্য অচিহ্নিত একটি স্থান বেছে নিয়েছিলেন। লেখক জানিয়েছেন, এই জীবনী রচনা করা হয়েছে ঐতিহাসিক ব্যক্তি ও সম্রাট আওরঙ্গজেব আলমগির সম্পর্কে আমাদের মধ্যে বিরাজমান খুবই হালকা জ্ঞানের গভীরতা বাড়ানাের জন্য। বইটি পড়লে সত্যিই আমাদের জ্ঞান বাড়বে। সবচেয়ে বড়। কথা হলাে, আওরঙ্গজেব সম্পর্কে জানার আগ্রহ নতুন করে বাড়বে। এ গ্রন্থটি একটি রাজনৈতিক প্রপাগান্ডাকে গুড়িয়ে দেওয়া পরিমিত, অতিরঞ্জনহীন ভাষ্য। এ বই প্রমাণ করে যে আওরঙ্গজেব এমন মানুষ ছিলেন যিনি অবশ্যই অনেক ভুল করেছেন, তবে এমন কেউ তিনি নন যার নিন্দা করতে হবে অন্ধভাবে। উপমহাদেশের ইতিহাস, রাজনীতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি নিয়ে যারা ভাবেন, তাদের জন্য এটি একটি অমূল্য গ্রন্থ। বিশেষ করে বর্তমান ভারতে আওরঙ্গজেবকে নিয়ে তীব্র সমালােচনা চলতে। থাকায় তাকে জানার গুরুত্ব বেড়ে গেছে। বইটি বড় নয়। ছােট্ট পরিসরের মধ্যেই কেবল আওরঙ্গজেববেই নয়, মােগল ইতিহাসকেই তুলে আনা হয়েছে। আওরঙ্গজেব হয়ে ওঠেছেন মােগল ইতিহাসের মধ্যমণি।
Audrey Truschke is Professor of South Asian history at Rutgers University in Newark, New Jersey. She received her Ph.D. in 2012 from Columbia University. Her research focuses on the cultural, imperial, and intellectual history of premodern, early modern, and modern India.