বিজিৎ দেব ১৯৮৫ সালের ১০ জুলাই মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্ণিগ্রামের দেবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ইন্দ্রজিৎ দেব এবং মা খেলা দেব। পেশাগতভাবে তিনি শিক্ষকতা করছেন, পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এম.ফিল গবেষণায় নিয়োজিত আছেন।
লেখালেখির জগতে তিনি সমানভাবে পরিচিত কবি, প্রাবন্ধিক ও গবেষক হিসেবে। বিভিন্ন জার্নাল ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাত্ত্বিক প্রবন্ধ।
২০০৭ সালে প্রকাশিত মহুয়ার বনে দিয়ে তাঁর কবিতার যাত্রা শুরু। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় গবেষণা ও প্রবন্ধগ্রন্থ—সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র ভাব, ভাষা ও বিষয়বৈচিত্র্য (২০১০), রবীন্দ্রনাথের বিজ্ঞানদর্শন (২০১২), জীবনীগ্রন্থ হুমায়ূন আহমেদ (২০১৪) ও লীলা নাগ (২০১৮), এবং গবেষণাধর্মী গ্রন্থ মুক্তিযুদ্ধের সহজপাঠ (২০২০)।
সম্পাদক হিসেবেও বিজিৎ দেবের ভূমিকা উল্লেখযোগ্য। তিনি সম্পাদনা করেছেন তিনশত বছরের পুরনো পুথি দ্বিজ কালিদাসের কালিকাবিলাস, প্রণতসুন্দর শিক্ষাবিদ বীরেন্দ্র বিহারী ভৌমিক স্মারকগ্রন্থ (২০২১), Faded Flight to the Zenith: A Book of Prose (২০১০), নাইয়া লোকসাহিত্য বিষয়ক পত্রিকা (২০১০), শেখ ওয়াহিদ গীতিসমগ্র (২০০৯), বিজ্ঞান, চলচ্চিত্র ও সংস্কৃতি পত্রিকা (২০১০), লীলা নাগ স্মৃতিপদক স্মরণিকা (২০০৬), উত্তরমেঘ কবিতাপত্র (২০০৫), সঞ্চয়নবার্তা মাসিক সাহিত্যপত্রিকা (২০০২), বিপ্লবী লীলা নাগ জন্মশতবর্ষ সংখ্যা (২০০০), এবং কালসাপ সাহিত্যপত্রিকা ও হাতেলেখা (১৯৯৯)।