সব্যসাচী বলে অধিক পরিচিত সৈয়দ শামসুল হকের বারোটি উপন্যাসের উপরে আলোচনা করা হয়েছে বইটিতে। বাংলা সাহিত্যের জগতে বেশ দাপটের সঙ্গে একটা দীর্ঘ সময় কাটানো লেখকের বিভিন্ন লেখা এখনো সাহিত্য জগতের অনেকের প্রধান আকর্ষণ হয়ে আছে।এই গ্রন্থে অন্তর্ভুক্ত করা উপন্যাসগুলো হলোঃ
এক মহিলার ছবি
অনুপম দিন
সীমানা ছাড়িয়ে
তুমি সেই তরবারি
দুরত্ব
খেলারাম খেলে যা
বালিকার চন্দ্রযান
নীল দংশন
নিষিদ্ধ লোবান
মৃগরায় কালক্ষেপ
অন্তর্গত
ত্রাহি
এই উপন্যাসগুলোর ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করেছেন সৈয়দ শামসুল হকের সাহচার্যপ্রাপ্ত বইটির লেখক জনাব মোহাম্মদ আবদুল মান্নান। পেক্ষাপট থেকে শুরু করে সংক্ষিপ্ত আলোচনা সবই সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে।বইটির মাত্রা আরো একধাপ উপরে নিয়ে গেছে শেষের অংশে লেখকের নিকট সৈয়দ শামসুল হক কর্তৃক লিখিত পত্রটি।
পাঠ প্রতিক্রিয়াঃ বইটিতে আলোচিত উপন্যাসগুলোতে বারোটি উপন্যাসকে তিনভাগে ভাগ করা হয়েছে।প্রথম অংশে প্রেম বিষয়ক,দ্বিতীয় অংশে আত্মোপলব্ধির সমস্যা এবং শেষ অংশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসগুলোকে রাখা হয়েছে।বিভক্তকরণ করে আলোচনা বইটির অন্তর্নিহিত ভাব উপলব্ধি করতে সহায়তা করতে বপশ সহায়তা করে।
লেখকের লেখনী নিয়ে কিছু কথাঃ লেখক বইটি খুবই সুন্দরভাবে সাজিয়েছেন।কীভাবে? একদম শুরুতেই সৈয়দ শামসুল হকের জীবনী সম্পর্কে বিস্তারিত আলেচনা করেছেন।অনেক অজানা তথ্যের সমাহারই বলা চলে প্রথম অংশকে।আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে ব্যাপারটি...
কিছু আলাদা অনুভূতিঃ যারা উপন্যাস পড়তে ইচ্ছুক না,অথচ তার ভেতরের টুকিটাকি সহ মূলভাবটা বুঝতে এবং জানতে আগ্রহী তাদের জন্য বইটি হতে পারে একের ভেতরে বারো(দশ)।