টাইম ম্যানেজমেন্ট, ইট দ্যাট ফ্রগ, , চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ,, দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্,
"টাইম ম্যানেজমেন্ট" ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ডিপার্টমেন্ট অব অন্ট্রপ্রনারশিপের বিভাগীয় প্রধানের কথা: সময় একটি মূল্যবান সম্পদ। একজন নিম্নবিত্ত চতুর্থ শ্রেণির কর্মচারীর কাছে যে পরিমাণ সময় আছে, একজন কোটিপতি ব্যবসায়ীর কাছেও সমান পরিমাণে সময় আছে। পার্থক্য শুধু সময়ের ব্যবস্থাপনায়। যে যতবেশি কার্যকরীভাবে সময়ের ব্যবস্থাপনা করতে পারে সে ততবেশি সফল। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এক মিনিট সময়ও হেলায় পার করা আমাদের জন্য ক্ষতিকর। সঠিক সময়ে সঠিক কাজটি করা সময় ব্যবস্থাপনার মুখ্য উপাদান। কাজ ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্যও কিছু সময় বরাদ্দ রাখতে হয়। সকল দিক বিবেচনা করে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা খুব কম মানুষই করতে পারে। কিন্তু যারা করতে পারে তারাই সফলতার মুখ দেখতে পায়। সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করা হলে দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ দূর হয়ে যায়। এই বইটি পড়ার পর আমার সময় ব্যবস্থাপনা সম্পর্কে আরো ভালো ধারণা হয়েছে। আমি মনে করি এটি একটি সময়োপযোগী বই। ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা ছাত্র-ছাত্রী সবারই এই বইটি কাজে লাগবে বলে আমি মনে করি।
মোহাম্মদ শিবলী শাহরিয়ার বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব অন্ট্রপ্রনারশিপ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সূচি ০১.সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান-১৫ ০২.আপনার মূল্যবোধ নিশ্চিত করুন-২১ ০৩.আপনার রূপকল্প ও সংকল্পের ব্যাপারে চিন্তা করুন-২৫ ০৪.প্রকল্প হবে ভবিষ্যৎমুখী, তবে নজর রাখবেন পিছন থেকে-৩১ ০৫.লিখিত পরিকল্পনা তৈরি করুন-৩৫ ০৬.আপনার প্রকল্পগুলোকে তালিকাবদ্ধ করুন-৩৯ ০৭.প্রতিদিনকার অনুসূচি তৈরি করুন-৪৩ ০৮.গুরুত্ব অনুযায়ী কাজ করুন-৫১ ০৯.আপন পথে থাকুন- ৫৭ ১০.আপনার মূল দক্ষতার জায়গাগুলো খুঁজে বের করুন-৬৩ ১১.অন্যের হাতে কাজ দিন-৬৯ ১২.কায়মনোবাক্যে মনোযোগ দিন-৭১ ১৩.দীর্ঘসূত্র দূরীকরণ-৭৫ ১৪.সময়কে ছোট ছোট অংশে ভাগ করে নিন-৭৯ ১৫.বাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন-৮৩ ১৬. একই ধরনের কাজগুলো সব একত্রে করুন-৮৭ ১৭.মোবাইলে ফোন আসাটা নিয়ন্ত্রণ করুন-৯১ ১৮.কার্যকর মিটিং পরিচালনা করুন-৯৫ ১৯.দ্রুত পড়ুন এবং বেশি বেশি স্মরণ রাখুন-৯৯ ২০.ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন-১০৩ ২১.ব্যক্তিগত উন্নয়নে বইয়ের তালিকা ১০৬ ২২. আপনার কাজের ক্ষেত্রেটিকে গুছিয়ে রাখুন-১০৭ * উপসংহার-১০৯ `ইট দ্যাট ফ্রগ’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ একটি চমৎকার সময়ে আমরা বেঁচে আছি। লক্ষ্য অর্জনের এত সম্ভাবনা, এত সুযোগ আজকের মত আর কখনও ছিল না। মানব ইতিহাসে কখনও কাউকে এভাবে আর এত বিকল্পে ডুবে থাকতে হয়নি। বাস্তবে এত এত ভালো কাজ রয়েছে- করে দেখানোর এবং এসব করার যোগ্যতাও আপনার রয়েছে। আপনি এসব করতে পারছেন তো?
"ইট দ্যাট ফ্রগ লেখক ব্রায়ান ট্রেসি" বইয়ের সূচিঃ* উপক্রমণিকা- ১১ * ইট দ্যাট ফ্রগ- ১৫ * সেট দ্যা টেবিল- ২০ * প্রতিদিনের অগ্রিম প্লান করুন- ২৫ * সবকিছুতেই ৮০/২০ বিধি প্রয়োগ করুন- ২৯ * পরিণাম বিবেচনা করুন- ৩২ * অবিরাম এবিসিডিই মেথড প্রাকটিস করুন- ৩৫ * প্রধান গবেষণা ক্ষেত্রগুলো ফোকাস করুন- ৩৮ * লো অব ফোর্সড এফিসিয়েন্সি মেনে চলুন- ৪২ * শুরুর আগে একটি পরিপূর্ণ প্রস্তুতি নিন- ৪৬ * নিজের হোমওয়ার্ক করুন- ৪৯ * আপনার বিশেষ প্রতিভাকে লিভারেজ করুন- ৫২ * আপনার মুখ্য প্রতিবন্ধকতা চিহ্নিত করুন- ৫৫ * একবারে এক অয়েল ব্যারেল গ্রহণ করুন- ৫৯ * নিজের ওপর চাপ দিন- ৬২ * আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বোচ্চকরণ- ৬৫ * নিজেকে অ্যাকশনে মটিভেট করুন- ৬৯ * সৃজনশীলভাবে গড়িমসি করা প্রাকটিস করুন- ৭২ * সবচেয়ে কঠিন কাজটি আগে করুন- ৭৫ * স্লাইস অ্যান্ড ডাইস দা টাস্ক- ৭৮ * সময়ের বড়ো চাঙ্ক তৈরি করুন- ৮১ * জরুরি অবস্থায় সেন্স গড়ে তুলুন- ৮৪ * প্রতিটি কাজকে সিংগেল হ্যান্ডল করুন- ৮৭ * উপসংহার- ৯০ * লেখক পরিচিতি- ৯৩
"চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ" বইয়ের ভূমিকা থেকে লেখা: পৃথিবীতে এমন কিছু নেই যা তােমার কাছে নেই, অথচ মানসিকভাবে তুমি স্বীকার করেছ যে তােমার কাছে আছে। -রবার্ট কলিয়ার
আপনার সম্পর্কে সত্য যা আপনি পুরােপুরিই একজন ভালাে মানুষ। সফলতা, সুখ, আনন্দ ও উত্তেজনায় পূর্ণ দারুণ একটি জীবন আপনার প্রাপ্য। সুসম্পর্ক, সুস্বাস্থ্য অর্থপূর্ণ কাজ ও আর্থিক স্বচ্ছলতা আপনার থাকাটা যুক্তিযুক্ত। এসব আপনার জন্মগত অধিকার। জীবন বলতে এমনই বুঝায়। সফলতার জন্যই আপনার জন্ম, আত্মসম্মান ও গর্বের সর্বোচ্চ চূড়ায় আপন অবস্থান। আপনি সাধারণ, ঠিক আপনার মত আর কেউ কখনাে জন্মায়নি এই বিশ্বে। আপনার প্রতিভা ও যােগ্যতা প্রচুর, যদি ঠিকঠাক মতাে প্রয়ােগ করা যায়। জীবনে যা চাননি, তাও আপনি পেতে পারেন। মানবসভ্যতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আপনি জীবনযাপন করছেন। স্বপ্ন পূরণের অবাধ সুযােগ রয়েছে আপনার চারপাশে। আপনি কি হতে পারেন বা করতে পারেন, তার একমাত্র সীমাবদ্ধতা রয়েছে আপনার ভাবনায়। মূলত: আপনার ভবিষ্যত সীমাহীন।
বাস্তব চিত্র উপরের তিনটি প্যারায় কেমন প্রতিক্রিয়া দেখাবেন আপনি? আপনি দু'ধরনের মনােভাব হতে পারে। প্রথমত: যা বলা হয়েছে, আপনি পছন্দ করেছেন আর আপনি মনে প্রাণে চান সেসব সত্য হােক। কিন্তু আপনার দ্বিতীয় প্রতিক্রিয়া সম্ভবত: অবিশ্বাস। যদিও আপনার সুপ্ত ইচ্ছে হল স্বচ্ছল, সুখী ও স্বার্থক একটি জীবন লাভ করা, কিন্তু যখন আপনি বইটি পড়বেন, সন্দেহ ও ভয় আপনাকে কারণগুলাে মনে করিয়ে দেবে যে কেন স্বপ্নপূরণ সম্ভব নয়। অনেক বছর আগে আমিও তেমনটি অনুভব করেছিলাম। যদিও জীবনে বড় কিছু করতে চাচ্ছিলাম, আমি ছিলাম অদক্ষ, অশিক্ষিত ও বেকার। পরিস্থিতি কি করে সামলাতে হয়, সে ব্যাপারে আমার কোন ধারণাই ছিল না। একদিকে বড় স্বপ্ন ও অন্যদিকে সীমিত সুযােগের মধ্যে আমি বন্দী ছিলাম। তখন আমি আকর্ষণীয় কিছু পদ্ধতি আবিষ্কার করলাম যার সাহায্যে জীবনে সাফল্য অর্জন করা যায় আর তখনই আমার জীবনটা বদলে গেল। আমাদের জীবনে এই নিয়মকানুনগুলাে প্রমাণিত হওয়ার পর আমি বলতে শুরু করলাম ও অন্যান্যদেরকে একই ব্যাপারে প্রশিক্ষণ দিতে লাগলাম। এতদিনে আমি ২৪টি দেশে দীর্ঘ চারদিনব্যাপী প্রায় দুই হাজার সেমিনার করে ফেলেছি দুই মিলিয়নেরও বেশী জনতার সামনে। প্রথমবার শােনার পর তাদের বেশিরভাগ মানুষও অবিশ্বাস করেছিলেন এই পদ্ধতিকে। পরবর্তীতে অবশ্য তাদের জীবনে বদলে যায়, যেভাবে আপনার জীবনও বদলাতে পারে।
’চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ' বইয়ের সূচীপত্র ভাবনা বদলান..........১৫ জীবন বদলান..........২৯ বড় স্বপ্ন দেখুন..........৪৮ ধনী হওয়ার সিদ্ধান্ত নিন..........৫৮ নিজস্ব জীবনের দায়িত্ব গ্রহণ করুন..........৭৯ উৎকর্ষ সাধনের প্রতিজ্ঞা করুন..........৯০ মানুষকে প্রাধান্য দিন..........১১৪ প্রতিভাবানদের মতাে ভাবুন..........১৩১ মানসিক শক্তিকে মুক্ত করুন..........১৪৬ চিন্তাকে শক্তিশালী করুন..........১৬৮ নিজের ভবিষ্যত নিজে তৈরি করুন..........১৮৭ একটি চমৎকার জীবন-যাপন করুন..........২০৫ ‘দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ ' বইয়ের ভিতরের কথাঃ জীবনকে সফলতার সাথে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সফল লোকদের কাছ থেকে শিখতে হবে। নদীতে যেমন নৌকা চালাতে গেলে বাতাসের দিকে খেয়াল রাখতে হয়, বাতাসের গতিপথ বুঝে নৌকা চালালে সহজে দরিয়া পার হওয়া যায়, ঠিক তেমনি সফল লােকদের কাজকর্ম থেকে যতবেশি শেখা যায়, যতবেশি তাদের কলাকৌশলগুলাে নিজ জীবনে প্রয়ােগ করা যায় ততই জীবন সহজ ও সুন্দর হয়ে ওঠে। ব্রায়ান ট্রেসির দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ বইটি এমনই একটি অসাধারণ বই। এখান থেকে আপনি পাবেন সফল লােকদের জীবনযাপন কৌশল এবং তাদের সাফল্যের গল্পগাঁথা। সেখান থেকে আপনি সহজেই আপনার এগিয়ে চলার পথ, কৌশল বা উপায় খুঁজে পেতে পারেন। সহজবােধ্য অনুবাদ, সাবলীল ভাষা, প্রাঞ্জল লেখনী আপনাকে চমৎকৃত করবে এবং আপনার জীবনে এগিয়ে চলার সঙ্গী হিসেবে বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
‘দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্ ' বইয়ের ফ্ল্যাপের কথাঃ ব্রায়ান ট্রেসির জন্ম ১৯৪৪ সালের ৫ই জানুয়ারি । তিনি অনুপ্রেরণার একজন প্রসিদ্ধ লেখক। তিনি ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং সিইও। তার এই কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে থাকে।br ব্রায়ান ট্রেসির লক্ষ্য হচ্ছে আপনার ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে আপনাকে সহায়তা করা। তিনি প্রায় ১,০০০ কোম্পানির ৫০,০০,০০০ লোককে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি আমেরিকা, কানাডা এবং বিশ্বের প্রায় ৫৫টি দেশে ৫,০০০টিরও বেশি সেমিনারে বক্তব্য রেখেছেন। তিনি প্রতি বছর ২,৫০,০০০ মানুষকে অনুপ্রেরণা দেন। তিনি দীর্ঘ ৩০ বছর যাবৎ অর্থনীতি, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন। তিনি এই দীর্ঘ সময়ে প্রায় ৫০টিরও বেশি বই রচনা করেন। সূচিপত্রঃ ভূমিকা..........১১ সূচনা : কারণ ও প্রভাবের সূত্র..........১৫ সাফল্যের রহস্য প্রথম : বড় স্বপ্ন দেখুন..........১৯ দ্বিতীয় : একটি নির্দিষ্ট লক্ষ্য..........২৫ তৃতীয় : নিজেকে নিজের কর্মচারী ভাবুন..........২৯ চতুর্থ : সেই কাজই করাে যা তুমি করতে চাও..........৩৩ পঞ্চম : শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি..........৩৭ ষষ্ঠ : অনেক দিন যাবৎ কঠোর পরিশ্রম করতে হবে..........৪১ সপ্তম : প্রতিনিয়ত নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হন..........৪৭ অষ্টম : নিজের জন্য অর্থ বরাদ্দ রাখুন..........৫৩ নবম : কাজের প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানুন !..........৫৯ দশম : অন্যের সেবায় আত্মনিয়ােগ করুন..........৬৩ একাদশ : নিজের এবং অন্যের সাথে সম্পূর্ণ সৎ হােন..........৬৭ দ্বাদশ : সঠিকভাবে প্রাধান্য বাছাই এবং তা পূরণ করার জন্য একনিষ্ঠভাবে চেষ্টা করুন..........৭১ এয়ােদশ : দ্রুততা ও নির্ভরযােগ্যতার সুনাম অর্জন করুন..........৭৫ চতুর্দশ : সাফল্য পর্বতের এক চূড়া থেকে অন্য চূড়ায় আরােহণের জন্য প্রস্তুত হােন..........৭৯ পঞ্চদশ : সব বিষয়ে আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করুন..........৮৩ ষােড়শ : আপনার সুপ্ত সৃজনশীলতার প্রকাশ ঘটান..........৮৭ সপ্তদশ : সঠিক মানুষের সাথে চলুন..........৯১ অষ্টাদশ : নিজের শরীরের প্রতি সর্বোচ্চ যত্নশীল হােন..........৯৭ ঊনবিংশ : অবস্থা বুঝে ব্যবস্থা নিন..........১০১ বিংশ : কখনােই ব্যর্থতাকে একটি উপায় ভাববেন না..........১০৫ একবিংশ : “অধ্যবসায় পরীক্ষায় উত্তীর্ণ হােন..........১০৯ সারকথা : সাফল্য অর্জনযােগ্য..........১১৫ অটোসাজেশন/স্বনির্দেশ..........১১৭
Title
ব্রায়ান ট্রেসির ৪ টি বাংলা অনুবাদকৃত বইয়ের কালেকশন
About the author Brian Tracy is Chairman and CEO of Brian Tracy International, a company specializing in the training and development of individuals and organizations. Brian's goal is to help you achieve your personal and business goals faster and easier than you ever imagined. Brian Tracy has consulted for more than 1,000 companies and addressed more than 5,000,000 people in 5,000 talks and seminars throughout the US, Canada, and 55 other countries worldwide. As a Keynote speaker and seminar leader, he addresses more than 250,000 people each year. He has studied, researched, written and spoken for 30 years in the fields of economics, history, business, philosophy, and psychology. He is the top selling author of over 45 books that have been translated into dozens of languages. He has written and produced more than 300 audio and video learning programs, including the worldwide, best-selling Psychology of Achievement, which has been translated into more than 20 languages. He speaks to corporate and public audiences on the subjects of Personal and Professional Development, including the executives and staff of many of America's largest corporations. His exciting talks and seminars on Leadership, Selling, Self-Esteem, Goals, Strategy, Creativity and Success Psychology bring about immediate changes and long-term results. Prior to founding his company, Brian Tracy International, Brian was the Chief Operating Officer of a $265 million dollar development company. He has had successful careers in sales and marketing, investments, real estate development and syndication, importation, distribution, and management consulting. He has conducted high-level consulting assignments with several billion-dollar plus corporations in strategic planning and organizational development. He has traveled and worked in over 80 countries on six continents and speaks four languages. Brian is happily married and has four children. He is active in the community and national affairs and is the President of three companies headquartered in Solana Beach, California.