সম্পাদক পরিচিতি: মারইয়াম জামিলা, ১৯৯৬ সালের ১১ই ফেব্রুয়ারি রংপুর জেলার অন্তর্গত পূর্ব শালবন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত. বাহার আলী ও মাতা হোসনেয়ারা বেগম। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি রংপুরের স্বনামধন্য আর.সি.সি.আই পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২০১১ সালে মাধ্যমিক এবং ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ সালে বি.এস.এস (অনার্স) এবং ২০১৮ সালে একই সাবজেক্ট থেকে এম.এস.এস (মাস্টার্স) সম্পন্ন করেন।
❝রহস্যের অন্তরালে❞ লেখিকার প্রথম একক গল্পগ্রন্থ। তাঁর অংশগ্রহণে ৩২টি যৌথ কাব্যগ্রন্থ ও ৫টি যৌথ গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে।
এছাড়াও তাঁর সম্পাদনায় ১২টি যৌথ কাব্যগ্রন্থ, ২টি একক কাব্যগ্রন্থ ও ১টি একক গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। "অনুভূতির অনুরণন" তাঁর সম্পাদিত যৌথ গল্পগ্রন্থ এবং সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ গুলোর মধ্যে সুশীল কাব্যসম্ভার, নিস্তব্ধ প্রহর, কাব্যকুঞ্জ, তারাদের হাতছানি, স্বদেশের মুত্তিকায় জননীর ঘ্রাণ, দুঃখ সুখের সারাংশ, কাল্পনিক ক্যানভাস, আমার ধূসর স্মৃতিপটে তুমি'ই কবিতা, স্মৃতির পাতায় জড়ানো বিষণ্ন শহর, দুঃখ সুখের সারাংশ ২ ও আদুরে আলাপন, কবিদের কাব্যকথা উল্লেখযোগ্য।
❝উসওয়াতুন হাসানাহ্❞ লেখিকার সম্পাদিত ত্রয়োদশ যৌথ কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তা সাহিত্য প্রেমী সকলের দোরগোড়ায় পৌঁছে দেয়াই তাঁর অন্যতম প্রধান উদ্দেশ্য।