এ কটি রাষ্ট্র কোন গুণে মহান? শুধুই কি অর্থনৈতিক উন্নতি আর সামরিক ক্ষমতার বলে, না কি অন্য আরও কিছু গুণে? আমাদের যাবতীয় পরিকল্পনা, লগ্নি ও প্রকল্পগুলি আমাদের রাষ্ট্রকে যে লক্ষ্যে পৌঁছে দিতে চায়, সেই লক্ষ্যে রাষ্ট্র হিসেবে পৌঁছনোর রাস্তার শেষ মাইলটি পেরোতে সাহায্য করবে কোন সে জিনিস ? অচিরেই ভারত অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। কিন্তু কঠিন সময়কে যুঝে বেঁচে থাকার পাঠও নিতে হয় রাষ্ট্রকে। তাই একটি জাতীয় চরিত্রের নির্মাণ আবশ্যিক, যা জন্ম নিতে পারে আমাদের পারিবারিক মূল্যবোধ, স্কুলের শিক্ষা, আর দেশের সংস্কৃতি থেকে। ‘উত্তরণ' গ্রন্থে এ পি জে আবদুল কালাম 2020 সালের মধ্যে ভারতের অর্থনৈতিক উন্নয়নের বিষয় থেকে নজর ঘুরিয়ে লক্ষ্য করেছেন আমাদের নিজস্ব শক্তির উন্নয়ন। এবং কিছু গুরুত্বপূর্ণ পাঠ দিয়েছেন যা ভারতকে সাহায্য করবে পরিবর্তনের ঝাপটাকে সহ্য করতে। একটি রাষ্ট্র কীসে মহান হয় তা তিনি শনাক্ত করেছেন এবং অন্য দেশের সঙ্গে। ভারতের জীবনযাত্রার মানের তুলনা করেছেন তাঁর বিভিন্ন ভ্রমণ এবং মানুষের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা থেকে রসদ নিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের জন্য রচনা করেছেন শপথ, যা প্রত্যেকের জীবনকে করে তুলবে সমৃদ্ধ। ২০১৫ সালে তাঁর প্রয়াণের কিছু আগেই শেষ করেছেন এই বই। এই লেখায় ভারতের অন্যতম জনপ্রিয় শ্রেষ্ঠ আইকন দেখিয়েছেন কীভাবে উত্তরণের দিশায় নেতৃত্ব দেবে আমাদের রাষ্ট্র।