"রিচ ড্যাড পুওর ড্যাড" বইটি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ গাইড, যেখানে লেখক রবার্ট টি. কিয়োসাকি তার জীবনের দুই পিতার ভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে ধনী ও দরিদ্রদের অর্থনৈতিক পার্থক্য তুলে ধরেছেন। একদিকে তার "Poor Dad" অর্থাৎ তার জন্মদাতা, যিনি উচ্চশিক্ষিত ও সরকারি চাকরিজীবী হলেও সারাজীবন আর্থিক অনিশ্চয়তার মধ্যে কাটান, অন্যদিকে "Rich Dad" অর্থাৎ তার বন্ধুর বাবা, যিনি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন। বইটি শিক্ষা দেয় যে, শুধু ভালো চাকরি পাওয়া ও উচ্চ বেতন অর্জনই আর্থিক স্বাধীনতার নিশ্চয়তা দেয় না, বরং সঠিক আর্থিক শিক্ষা, বিনিয়োগ, ও সম্পদ ব্যবস্থাপনা শিখতে হয়। ধনী ব্যক্তিরা মূলত সম্পদ (যেমন রিয়েল এস্টেট, শেয়ার, ও ব্যবসা) তৈরি করে, যা তাদের জন্য ক্রমাগত অর্থ উপার্জন করে, অন্যদিকে দরিদ্র ও মধ্যবিত্তরা দায়বদ্ধতা (যেমন ঋণে কেনা গাড়ি, বড় বাড়ি ইত্যাদি) বাড়িয়ে নিজেদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে রাখে। ধনীরা কর ব্যবস্থার সুবিধা নিয়ে তাদের সম্পদ বৃদ্ধি করে, যেখানে সাধারণ মানুষ উচ্চ কর দিয়ে বেতনভিত্তিক জীবনে সীমাবদ্ধ থাকে। ধনী হওয়ার জন্য সাহসী বিনিয়োগ ও ঝুঁকি নেওয়া প্রয়োজন, কারণ টাকা শুধু উপার্জন করাই যথেষ্ট নয়, বরং কীভাবে সেটিকে কাজ করানো যায় সেটাই আসল বিষয়। সারসংক্ষেপে, এই বইটি পাঠকদের চিন্তাধারা বদলাতে ও তাদের আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে সাহায্য করে, যা কেবলমাত্র চাকরির উপর নির্ভর না করে স্মার্ট বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে সম্ভব।
জাপানী বংশোদ্ভূত লেখক রবার্ট তরু কিয়োসাকি বেড়ে উঠেছেন হাওয়াই দ্বীপপুঞ্জে। সংক্ষেপিত নাম ‘রবার্ট টি. কিয়োসাকি’ দিয়েই তিনি অধিক পরিচিত। শৈশবকাল শেষ করে পড়াশোনার জন্য তিনি পাড়ি জমান নিউ ইয়র্কে। একজন গ্র্যাজুয়েট হিসেবে নিজেকে প্রতিষ্ঠার পর ইউ. এস. মেরিন কর্পসে যোগ দেন। এরপর পেশাজীবন তাঁকে নিয়ে যায় ভিয়েতনামে, মেরিন কর্পসের একজন অফিসার ও হেলিকপ্টার গানশিপের পাইলট হিসেবে। ভিয়েতনাম থেকে ফিরেই যাত্রা শুরু হয় এক যুদ্ধফেরত ব্যবসায়ীর। ১৯৭৭ সালে তিনি গড়ে তোলেন তার নিজের কোম্পানি, যা একইসাথে তাকে এনে দেয় অর্থনৈতিক ও ব্যবসায়িক সফলতা। পরবর্তী সময়ে, ১৯৯৪ সালে তিনি ও তার সহধর্মিনী কিম কিয়োসাকি মিলে জন্ম দেন রিচ ড্যাড কোম্পানির। তারা এই কোম্পানিটির লক্ষ্য স্থির করেন- ‘মানবতার স্বার্থে অর্থনৈতিক স্বচ্ছলতার উত্থাপন’। রবার্ট টি. কিয়োসাকির সেরা বই ধরা হয় ‘রিচ ড্যাড পুওর ড্যাড’কে। এটি সর্বসময়ের সবচাইতে জনপ্রিয়, ব্যক্তিগত এবং অর্থনৈতিক বই হিসেবে বিখ্যাত। লাখো মানুষের টাকা সম্পর্কিত ধারণাকে তিনি এই বইটির মাধ্যমে বদলে দিতে পেরেছেন। এছাড়াও ২০০৫ সালে প্রকাশিত ‘বিফোর ইউ কুইট ইওর জব’ বইটিও নতুন উদ্যোক্তাদের নজর কেড়েছে। রবার্ট টি. কিয়োসাকি এর বই সমগ্র সাধারণত মোটিভেশনাল ঘরানার, তিনি নিজেও একজন সফল মোটিভেশনাল স্পিকার। মূলত পেশায় তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিনিয়োগকারী ও কলামিস্ট। রবার্ট টি. কিয়োসাকি এর বই সমূহ এর মধ্যে রিচ ড্যাড সিরিজেরই ১৫টি বই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে বিক্রিত কপির সংখ্যা ২৬ মিলিয়ন পেরিয়ে গেছে এবং এই বইটি প্রায় ৫১টি ভাষায় অনূদিত হয়েছে।