আলহামদুলিল্লাহ। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘রাজাকার কন্যা’’ কাকলী প্রকাশনী হতে চতুর্থ মুদ্রণ খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় আকবর তার তিন সহযোগী যোদ্ধাকে নিয়ে রাজাকার ও হানাদারদের আক্রমণের মুখে পড়েন। প্রখ্যাত রাজাকার নাজমুলের কন্যা তাহমিনা পাকিস্তানি হানাদারদের এবং তার বাবার হাত থেকে কৌশলে আকবরসহ অন্যদের জীবন রক্ষা করেন। তারপরই দেশের অসংখ্য মা-বোন-স্ত্রী-কন্যার মতো তাহমিনাকেও পাকিস্তানি হানাদারেরা ক্যাম্পে ধরে নিয়ে যায়। সেখানে দীর্ঘসময় ধরে তাহমিনা পাক আর্মির ক্যাম্পে অমানুষিক নির্যাতন ও গণধর্ষণের শিকার হয়। যুদ্ধশেষে তাহমিনা বীরাঙ্গনা জেনেও কোনোকিছুর তোয়াক্কা না করে সমাজের তীর্যক দৃষ্টির বুকে পাড়া দিয়ে নারী পুনর্বাসন কেন্দ্র থেকে স্ত্রীর মর্যাদা নিয়ে আকবর তাকে বিয়ে করেন। ২০১৭ সালের বিজয় দিবস উপলক্ষে সাদত আল মাহমুদের প্রকাশিত উপন্যাস ‘রাজাকার কন্যা’ পাঠকমহলে তোলপাড় সৃষ্টি করেছে। ইতোমধ্যেই উপন্যাসটির তৃতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে। চতুর্থ সংস্করণ প্রকাশিত হলো কাকলী প্রকাশনী থেকে। বৃহৎ পরিসরের এই উপন্যাসটির পরতে পরতে মুক্তিযুদ্ধের নয় মাসের সংগ্রামের অন্তরালে উঠে এসেছে মুক্তিযুদ্ধের সময় দেশের অসংখ্য মা-বোনের ইজ্জত ও সম্ভ্রমহানীর করুণ ও চোখে জল আনা কাহিনি। সাথে সাথে নারীরাও যে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল সে কথাও উপন্যাসের কথকতায় উঠে এসেছে।
Saadat Al Mahmud- ভিন্নধারার কথাসাহিত্যিক। তিনি এক নভেম্বর ১৯৭৬ সালে টাঙ্গাইল জেলার গোপালপুরের ডুবাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মু. আব্দুর রাজ্জাক প্রথমে স্কুল শিক্ষক পরবর্তীতে জেলা শিক্ষা অফিসার হয়ে অবসরে যান। মাতা গৃহিণী। ছয় ভাই-বোন এর মধ্যে তিনি দ্বিতীয়। তিনি এক কন্যা সন্তানের জনক। তার লেখা গল্প-উপন্যাস-শিশুতোষ পড়লে তাকে একজন লেখার জাদুকর বললে বেশি বলা হবে না। কথাসাহিত্যিকের পাশাপাশি তিনি নাট্যকার, প্রবন্ধকার ও সাংবাদিক। তিনি দৈনিক মুক্তকন্ঠ, নয়া দিগন্ত, ইনকিলাব, সমকাল, ঢাকা ট্রিবিউন, সকালের খবর, বর্তমান, প্রতিদিনের সংবাদ, বাংলাদেশের খবর ও দেশ রূপান্তর পত্রিকায় বিভিন্ন সম্মানজনক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বহুল প্রচারিত দৈনিক খোলা কাগজ ও পরিবর্তন ডটকমে মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করছেন। ‘চিতার আগুনে’ উপন্যাসটি সাদত আল মাহমুদের প্রকাশিত প্রথম গ্রন্থ। তার একাধিক প্রকাশিত জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে ইতিহাস ভিত্তিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস যথাক্রমে এক আনা মন ও রাজাকারকন্যা, প্রসব বেদনা, রমনীদ্বয় অন্যতম। তার প্রতিটি উপন্যাসের নামকরণ অদ্বিতীয় ও আকর্ষণীয়। তিনি শিশুদের জন্য লিখেছেন ভৌতিক গল্প ‘ভূত ধরার অভিযান’ ও শিশুতোষ ‘গগেনদার গল্পের ঝুড়ি’ বইটি।