আম্মাকে নিয়ে আমাদের পাঁচ ভাইবােনের গােপন মিটিং চলছে। রুদ্ধদ্বার বৈঠক, দোতলায় বড় ভাইয়ার ফ্ল্যাটে। আম্মা এখন সবার মাথা ব্যথার বড় কারণ । কোন ভাইবােনই এখন আর উনার । দেখভালের দ্বায়িত্ব নিতে আগ্রহী নয়। তাইতাে অনেকটা বাধ্য হয়েই ভাইবােনদের এই মিটিং আম্মাকে দেখাশােনার বিষয়টা পারমানেন্টলি ফায়সলা করতেই। নিপা, আমাদের সবচাইতে ছােটবােন মিটিং সফল করতে সবার সাথে যােগাযােগ করে। এরই ফলশ্রুতিতে সব ভাইবােনদের স্ত্রী, স্বামী সহ এ মিটিংয়ে উপস্থিত। আমার স্ত্রী সােমা মিটিংয়ে আসার আগে পইপই করে শিখিয়ে দিয়েছে, যে করেই হােক মায়ের। দেখাশােনার দ্বায়িত্ব যেন এভয়েড করি। আমার দুই মেয়ে। দুজনেই নামী ইংলিশ মিডিয়াম স্কুলে। একজন ‘এ’ আর একজন ও' লেভেলে ভালাে করে এখন ওরা বাংলাই বলতে পারে না! ভীষণ গেয়াে আর আনস্মার্ট দাদীকে ওদের একেবারেই অপছন্দ বন্ধুদের কাছে নাকি ওদের প্রেস্টিজ থাকে না। মাতৃভক্তি গল্প সংকলনের প্রথম গল্পের শুরুটা এভাবেই। পুরাে গল্পে টানটান উত্তেজনা শেষে বৃদ্ধা অসহায় মায়ের গুরুত্বপূর্ণ হয়ে উঠার বর্নণা এই গল্প নিঃসন্দেহে পাঠককে আপ্লুত করবে । ঠিক একই ধাঁচের আরাে বারােটি গল্প নিয়ে এই গল্প সংকলন। মাতৃভক্তি। প্রতিটা গল্পই পরিবার নির্ভর, পাঠকের কাছে পরিচিত বলেই মনে হবে। সব কিছু মিলিয়েই মাতৃভক্তি! গল্প সংকলন এক অসাধারন। জীবনের গল্প মালা, সংগ্রহে রাখার মতাে বই।
ইমাম হোসেন একজন সদা হাস্যোজ্জ্বল, স্বপ্নবাজ তরুণ। দেশের প্রায় ১৮ লক্ষ মানুষ তাঁকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুসরণ করেন প্রতিনিয়ত তাদের ভালোবাসা জানান। ছোটবেলা থেকেই তাঁর ইংরেজি ভাষা শিক্ষার প্রতি ছিল প্রচুর আগ্রহ ও উৎসাহ। কঠোর উদ্যোমী এবং হাসি-খুশি এই মানুষটির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শুদ্ধ উচ্চারণের মাধ্যমে দেশের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সাবলীল ও শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে শেখাবেন। সেই লক্ষ্যে ১২ বছর ধরে গতানুগতিক ইংরেজি শিক্ষার প্রথা থেকে বের হয়ে Interactive English lesson এর মাধ্যমে শুদ্ধ উচ্চারণে শিক্ষা প্রদান করে আসছেন, প্রতিষ্ঠা করেছেন Headman Academy. সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া এই উদ্যোমী মানুষটির ঐকান্তিক ও কঠোর পরিশ্রমের ফসল “গল্পে গল্পে ইংরেজি”। আমাদের বিশ্বাস বইটি সকলের ইংরেজি শিক্ষার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা রাখবে। বইটি সংগ্রহ করে নিজেকে ইংরেজি শিক্ষার প্রতি আরও এক ধাপ এগিয়ে নেবার আমন্ত্রণ রইল ।