‘লকডাউনের পাণ্ডুলিপি’ হচ্ছে সারাবিশ্ব তছনছ করা করােনা ভাইরাসের গল্প। চীনের উহান প্রদেশ থেকে পারমাণবিক বিস্ফোরণের মতাে কোভিড-১৯ ভাইরাসের বিশ্বজুড়ে অস্বাভাবিক দ্রুত ছড়িয়ে পড়া ও করােনা আক্রান্ত হয়ে অগণিত মৃত্যুর আতঙ্কে অন্যান্য দেশের মতাে বাংলাদেশেও সবকিছু লকডাউন হয়ে যায়। ২০২০ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত আমার লকডাউনের দিনলিপি হলাে এই গল্পগুলাে। এই পাণ্ডুলিপি শুরু হয়েছে করােনা ভাইরাসের আতঙ্কে বাংলাদেশ আতঙ্কিত হওয়ার গল্প দিয়ে। এতে আছে করােনাবাহক প্রবাসীদের দেশে ফিরে সকলের অগােচরে সফলভাবে মানুষের সাথে মিশে যাওয়ার গল্প, করােনা আক্রান্ত হয়ে ঢাকার প্যারিস রােডে শিশুর মৃত্যু ও মিরপুর ১২ নম্বরের পঞ্চাশাের্ধ বৃদ্ধের মৃত্যুর বিভীষিকাময় এক মরণকালের গল্প। বাসার ভাড়া না পেয়ে ভূতুড়ে রাতে ভবন মালিকের করুণ হাহাকারের গল্প আর সমাজের অভ্যন্তরে আর্থিক সংকট ও দুর্ভিক্ষের সংকেত হলাে এই লকডাউনের পাণ্ডুলিপি। লকডাউনে গার্মেন্টস বন্ধ করে সপ্তাহখানেক পর আবার খুলে দেওয়ার কথা বলে শ্রমিকদের আসতে বলা হয়। যানবাহনহীন রাস্তায় পিক-আপে করে শ্রমিকরা আসার পর আবার বন্ধ ঘােষণায় তাদের অবর্ণনীয় ভােগান্তি ও দুর্দশার গল্প আছে বইটিতে। নারায়ণগঞ্জ শহরের দরিদ্র রিকশাচালকদের অনটনের গল্প করুণ রাতের রিকশা এবং লকডাউনের সময় আমার যশাের, মাগুরা, রাজবাড়ি, মানিকগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম ও কিশােরগঞ্জ। ভ্রমণের গল্প হচ্ছে দীর্ঘাত্রার রাত। সবশেষে আছে টিকেট যার, ভ্রমণ তার এই প্রচারে বাংলাদেশের অনিয়ন্ত্রিত রেল ব্যবস্থার প্রতি অনাস্থা ও লকডাউন শেষ হতেই শুরু হওয়া ঢাকা শহরের অনিঃশেষ যানজটের গল্প।
কথাসাহিত্যিক ও কবি শরীফ আহমেদ-এর জন্ম ১৬ জানুয়ারি ১৯৮৩ সালে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায়। বর্তমানে ঢাকার পল্লবীতে থাকেন। স্কুলে পড়ার সময় ১৯৯৬ সাল থেকে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখা শুরু করেন। পেশাগত জীবনে সিভিল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অতিরিক্ত কোর্সসহ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রিপ্রাপ্ত বিশিষজ্ঞ জিওটেকনিক্যাল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট। শরীফ আহমেদ বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত। তিনি বাংলাদেশের প্রথম সারির সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্ট্রেইন ফিল্ড জিওটেকনিকস লিমিটেড-এর চেয়ারম্যান। ২০০৬ সালে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কর্মজীবনের একেবারে শুরুতে দক্ষ প্রকৌশলী হওয়ার জন্য অকান্ত পরিশ্রমের চাকরি ও উচ্চশিক্ষায় মনোযোগী হতে গিয়ে লেখালেখি থেকে বিরত থাকেন দীর্ঘ ৭ বছর। তারপর থেকে আবার লেখালেখি চলছে নিরবচ্ছিন্ন। শরীফ আহমেদ বাংলাদেশের ৬৪ জেলা, ভারতের ৯টি রাজ্য ও পৃথিবীর ৯টি দেশে ভ্রমণ করেছেন। বিভিন্ন পত্রিকা, সাহিত্য সাময়িকী ও লিটলম্যাগে তার কয়েকশ কবিতা, বেশকিছু গল্প ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে। প্রকাশিত বই-৯টি। কাব্যগ্রন্থ- 'শীতল আগুন আর প্রাণের বিদ্রোহ', 'মনের ইস্টিশনে' ও 'স্বপ্নপোড়া আগুন'। উপন্যাস- 'বরফের সূর্য' ও 'ভ্যালেন্টাইনের কৃষ্ণশিকল'। গল্পগ্রন্থ- 'প্রেম এবং' ও 'বিনাশকাল'। ভ্রমণকাহিনী- 'মৎস্যপুচ্ছ পর্বতের দেশে' ও 'মেঘ পাহাড়ের রসায়ন'। তিনি 'প্রেম এবং' গল্পগ্রন্থের জন্য 'প্রাপ্তি গ্রন্থপদক ২০১৮' এবং 'প্রিয় বাংলা সম্মাননা স্মারক ২০২০' লাভ করেন। তিনি জাতীয় সংবাদপত্র 'সাপ্তাহিক অগ্রযাত্রা' ও অনলাইন সংস্করণ জাতীয় নিউজ পোর্টাল 'অগ্রযাত্রা বিডি ডট কম' -এর প্রকাশক।