আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারাবিহ সম্পর্কিত ক্ষুদ্র কলেবরের এ পুস্তিকাটি সওতুল মদীনা প্রকাশনী থেকে প্রথমবারের মতো বের হচ্ছে। এটি আসলে মূল লেখকের আরেকটি প্রকাশিতব্য গ্রন্থ আল খুতবাতুল হানাফিয়্যাহ এর তারাবিহ সম্পর্কিত পাঁচটি খুতবার বঙ্গানুবাদ। বাঙালি পাঠকের প্রয়োজনে আমরা এ পুস্তিকায় কিছু সংযোজন-বিয়োজন করেছি। কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মূল আরবি টেক্সট রেখে দেয়া হয়েছে, যাতে পাঠকবৃন্দ মূল উৎস থেকে রেফারেন্স দিতে পারেন। হাদিসগুলো অনুবাদের সময় ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ অনুসরণ করা হয়েছে। এছাড়া বইয়ের শেষে বাংলাদেশের প্রেক্ষাপটে অল্প কিছু কথা যুক্ত করা হয়েছে। তারাবিহর নামায বিশ রাকাত হওয়া নিয়ে হাজার বছর ধরে মুসলিম উম্মাহর মধ্যে উল্লেখযোগ্য কোন মতভেদ ছিল না। কিন্তু বর্তমানে রমজানের আগমন ঘটামাত্র তারাবিহ সম্পর্কে বিতর্ক করার একটা প্রবণতা তৈরী হয়ে গিয়েছে। এর ফলে অনেকগুলো সহিহ হাদিস যেমন অনেকে অস্বীকার করছে, তেমনি উম্মতের ইজমাকে অস্বীকার করে নিজেদের ক্ষতি করছে। একটি সময় এমন অস্বীকৃতি শুধু তারাবিহতে আর সীমাবদ্ধ থাকে না, বরং ইসলামের অনেক মৌলিক বিষয় অস্বীকার করার প্রবণতার শুরু এখান থেকেই। আশা করি ক্ষুদ্র কলেবরের এ পুস্তিকা তারাবিহ'র নামায সম্পর্কে হাদিসের আলোকে পরিষ্কার একটি ধারনা পেতে পাঠককে সাহায্য করবে। আল্লাহ তায়ালা আমাদেরকে অনর্থক বিতর্ক থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।