দুঃখ-ক্লেশ, যাতনা, বঞ্চনা-হতাশা আর দিনশেষে একরাশ ক্লান্তি ভোগ করার জন্য জন্ম হয়নি আপনার। আপনি জন্ম নেননি একঘেঁয়ে, অবসাদগ্রস্ত জীবনের জন্য। তাহলে আপনার জন্ম হয়েছে কিসের জন্য? আপনার জীবনের মর্মার্থ কী? বিখ্যাত অস্ট্রেলিয়ান মনোবিদ, টিভি প্রযোজক ও লেখিকা রন্ডা বার্ন বলছেন, আপনার জন্ম হয়েছে একটা অপূর্ব সুন্দর জীবনের জন্য! তিনি আরও বলছেন, আপনাকে জীবনের পূর্ণ অভিজ্ঞতা পেতে হবে, যা কিছু চান সেসব পেতে হবে, ভরপুর থাকতে হবে আনন্দে, সুস্বাস্থ্যে, প্রাণময়তায়, রোমাঞ্চে ও ভালোবাসায়! আপনি যা ভালবাসেন আর কামনা করেন সেসব বুঝে নিতেই পৃথিবীতে এসেছেন। আপনার কাজ হতে হবে উপভোগ্য, পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক হতে হবে আনন্দময়, সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় টাকা থাকতে হবে। আপনি পৃথিবীতে এসেছেন নিজের স্বপ্নগুলোর ভেতর বেঁচে থাকার জন্য! তা কি সম্ভব? রন্ডা বার্ন বলছেন, সম্ভব। কীভাবে? রবার্ট কলিয়ার বলেছেন, সুখের ক্ষমতা রয়েছে আমাদের প্রতেকের মধ্যে, সেই ক্ষমতা সীমাহীন। প্রেন্টিস মেলফোর্ড বলেছেন, একটা সুপ্রিম পাওয়ার রয়েছে অসীম জগৎকে পরিব্যাপ্ত করে, আপনি এই পাওয়ারের একটা অংশ। রন্ডা বার্ন সেই ভালবাসার শক্তি আর আকর্ষণের বিধির মাধ্যমে অপরূপ জীবনের পথ দেখিয়েছেন এই বইটিতে। ৮ম শতাব্দীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাফর আল সাদিক বলেছেন, ‘জ্ঞান হচ্ছে তালা আর প্রশ্ন হচ্ছে চাবি’। সমৃদ্ধ জীবনের তালা খুলতে এ বই কাজ করবে চাবির মতই।
Rhonda Byrne is the creator behind The Secret, a documentary film that swept the world in 2006, changing millions of lives and igniting a global movement. The following year Rhonda's book of The Secret was released, which was translated into over fifty languages and remains one of the longest-running bestsellers of this century. Rhonda has written three more bestselling books since, which together form The Secret Books Series: The Power in 2009, The Magic in 2010, and Hero in 2013.