সাহিত্য জীবনের কথা বলে, সাহিত্য বাস্তবিক জীবনেরই প্রতিচ্ছবি। শুধু তুলে ধরার প্রয়াস আর ধরণে ভিন্নতা রয়েছে। যে সমাজে সাহিত্য চর্চা হয়না সে সমাজে মানব মুক্তির বিপরীত অন্তর্জালে আবদ্ধ হয়ে থাকতে হয়। মানব জাতির কল্যাণে অন্যায় অনিয়ম, সৃষ্টির গুণকীর্তন, প্রার্থনা, প্রেম ভালোবাসা, বাক স্বাধীনতায় মুক্তি সব কিছু কলমের তুলিতে সাহিত্য প্রেমী লেখকগণ জাগরণ তৈরি করে তাদের উপস্থাপনা দিয়ে। যুগ যুগ ধরে চলে আসছে সাহিত্যের এই অন্যতম ধারা যা সমস্ত সৃষ্টি আর ঈশ্বরের আরাধনা নিয়ে। ঠিক তেমনি স্বপ্নময় ইচ্ছে বুকে ধারণ করে একদল নবীন প্রবীণ এগিয়ে যাচ্ছে আধুনিক সাহিত্য সংসদ এর ব্যনারে। কিছু সমমনা কবি লেখকদের সৃজনশীল ভাবনা আর সৃষ্টির লক্ষ্যে নিরলশ কাজ করে যাচ্ছে। আধুনিক সাহিত্য সংসদ এর এই পথচলায় সকলের সম্পৃক্ততায় প্রথম বারের মত প্রকাশিত হচ্ছে কাব্য সংকলন “কাব্যের মূর্ছনা”। সৃজনশীল লেখায় মানব সমাজের সকল চিত্র কবিদেও তুলির আঁচড়ে স্থান পেয়েছে অন্যরকম অনুভূতি যা আগামী দিনের পথচলায় সকলের কাছে পাথেয় হয়ে থাকবে। আধুনিক সাহিত্য সংসদ পরিবারের সকল সদস্য এবং এই কাব্য সংকলন এ যাদের লেখার রয়েছে ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখতে তাদের চেষ্টা অবিচল থাকুক এই কামনা করছি। আগামী প্রজন্মের জন্য অমর হয়ে থাকবে এই আধুনিক সাহিত্য সংসদের প্রয়াস ‘কাব্যের মূর্ছনায় কবিতা সংকলনটি। কাব্যের মূর্ছনায় এর জন্য আগাম শুভ কামনা রইলো। প্রকাশক ইন্তামিন প্রকাশন।