সাগর আহমেদ— একাধারে কবি, কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক ও ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক গ্রন্থকার। তিনি মধ্য সত্তরের দশকে ঢাকায় জন্মগ্রহণ করেন। মূলত তাঁর শিকড় মুন্সীগঞ্জ জেলার এক ঐতিহ্যবাহী জনপদে প্রোথিত। পেশাগত জীবনে তিনি একজন সফল ব্যাংকার হলেও সাহিত্য ও শিক্ষা নিয়ে তাঁর নিরবিচ্ছিন্ন অন্বেষণ তাঁকে করে তুলেছে বহুমাত্রিক এক সৃজনশীল ব্যক্তিত্বে।
সাহিত্যে তার আগ্রহ জন্মেছে শৈশবেই। কাব্য, কিশোর সাহিত্যে তার দখল সমানভাবে প্রশংসিত। পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার ওপর তার গবেষণাধর্মী কাজ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
তিনি Erudi.e Academy নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজ পরিচালনা করেন, যেখানে spoken English ও vocabulary উন্নয়ন নিয়ে কার্যকরী পরামর্শ ও কনটেন্ট প্রদান করেন।
তার উল্লেখযোগ্য একক গ্রন্থসমূহ:
১. বিবিধ ভালোবাসার নীলপদ্ম (কাব্যগ্রন্থ), ২. Learn Spoken English, ৩. Vocabulary Digest, ৪. বৃষ্টির চোখে সমুদ্রবিরহ (কাব্যগ্রন্থ), ৫. চাঁদের বুড়ির রঙিন ঘুড়ি (ছড়াগ্রন্থ), ৬. মিশন বান্দরবান (অ্যাডভেঞ্চার কাহিনি), ৭. নির্জন দ্বীপে কিশোর দল (অ্যাডভেঞ্চার ও রহস্য গল্প) ।
সাগর আহমেদ বিশ্বাস করেন—ভাষা হচ্ছে স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ। তাই সাহিত্যচর্চা ও ভাষা শিক্ষার মধ্য দিয়ে তিনি সমাজকে আলোকিত করতে চেষ্টা করে যাচ্ছেন। তাঁর লেখা পাঠকের হৃদয় স্পর্শ করে যায় সহজ ভাষা, নিখুঁত শব্দ এবং আন্তরিক অনুভবে।