টেন মিনিট স্কুল (10 Minute School)
বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল (10 Minute School) ২০১৫ সাল থেকে দেশের শিক্ষার্থীদের শেখাকে সহজ, আকর্ষণীয় ও সবার জন্য উন্মুক্ত করে তুলতে কাজ করে যাচ্ছে। প্রাথমিক থেকে এইচএসসি, ভর্তি পরীক্ষা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরের শিক্ষার্থীর জন্য এখানে রয়েছে সাজানো কোর্স, বই, লাইভ ক্লাস ও অনুশীলন ব্যবস্থা। বর্তমানে সারাদেশে কোটি কোটি শিক্ষার্থী তাদের একাডেমিক ও দক্ষতা উন্নয়নের জন্য টেন মিনিট স্কুলের উপর নির্ভর করছে।
শিক্ষার্থীদের একাডেমিক ও ভর্তি পরীক্ষার প্রস্তুতির যাত্রাকে সহজ করা টেন মিনিট স্কুলের অন্যতম লক্ষ্য। এখানকার প্রতিটি কনটেন্ট, তা বই হোক বা অনলাইন কোর্স, ধাপে ধাপে সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয় যাতে জটিল বিষয়গুলোও সহজে বোঝা যায় এবং শেখার আগ্রহ জাগে শিক্ষার্থীদের মনে।
টেন মিনিট স্কুলের মাস্টারবুক সিরিজে গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিল, চার্ট ও চিত্রের মাধ্যমে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে চ্যাপ্টার ম্যাপিং ও টপিকভিত্তিক বাস্তব উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা এবং কঠিন অংশগুলোর জন্য আলাদা ব্যাখ্যা। অধ্যায়ের শুরুতে সারাংশ ও শেষে বোর্ড এবং ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সংযোজনের ফলে শিক্ষার্থীরা সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারে এক বই থেকেই।
বিগত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলোর বোর্ডভিত্তিক বিশ্লেষণ ও টপিকভিত্তিক প্রশ্নের উল্লেখের মাধ্যমে টেন মিনিট স্কুলের মাস্টারবুক সিরিজ হয়ে উঠেছে শিক্ষার্থীদের আস্থার প্রতীক এবং তাদের একাডেমিক সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী।