শিহাব তুই কোথায়? মা'কে নিয়ে হাসপাতালে। মা'র ক্যান্সার ধরা পড়েছে। তুই সব সময় মিথ্যা কথা বলিস কেন রে? তোর সামনে টিভি আছে? তাকিয়ে দেখ। তুই এই হরতালে পুলিশের গাড়িতে আগুন দিয়ে বেড়াচ্ছিস? সাব্বাশ ! মেঘা শিহাবের গার্লফ্রেন্ড। ইউনিভার্সিটির রাজনৈতিক সহকর্মীও। শিহাব চোখ ফেলল টিভি স্ক্রিনে। বিদ্যুৎ স্পষ্টের মত চমকে উঠল! ব্রেকিং নিউজ: ‘সিসি ফুটেজে টি-শার্ট পরিহিত যুবককে ধরতে পারলেই এই মামলার জট খুলবে। পুলিশ হন্য হয়ে খুঁজছে ওকে। পালাবেন, না পুলিশের হাত কড়ার অপেক্ষা করছেন? ফরিদ। একজন রহস্য মানব। শিহাবের সামনে উপস্থিত। শিহাব কিংকর্তব্যবিমূঢ়। ক্যান্সার আক্রান্ত মা'র সেবা সশ্রূষা নাকি আত্মগোপন? ঘটনার সত্যতা উৎঘাটনে রহস্য মানব ফরিদের চলে একের পর এক চুলচেরা বিশ্লেষণ । সরগরম টিভি মিডিয়া, পত্রিকা, বিরোধী দল। বিব্রত সরকারি উপমহল। তথ্য উপাত্ত উদ্ধারে গার্লফ্রেন্ড মেঘা কে ব্যবহার করেন ফরিদ, ব্যবহৃত হন নিজেও । Rectum Cancer এ আক্রান্ত জোবেদা বেগমের যুদ্ধ চলে ক্যান্সারের বিরুদ্ধে বেঁচে থাকার। বইটিতে উঠে এসেছে Rectum Cancer এর কারণ, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধের সকল খুঁটিনাটি তথ্য। ফরিদ জানায় শিহাবকে ক্রসফায়ারে দেওয়া হবে। মুখ বন্ধ তো মামলা খালাস! থ্রিলার ধর্মী এই উপন্যাসে ছদ্দবেশী শিহাব নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে নাকি ক্রসফায়ারে গুলিবিদ্ধ লাশ হয়ে পড়ে থাকবে কোন জনাকীর্ণ স্থানে? নীল কাঁকড়া। ক্রসফায়ার এবং CANCER এর সংমিশ্রণ।
এপার ওপার দুই বাংলার জনপ্রিয় লেখক। তার প্রতিটি লেখা স্বাতন্ত্র চিহ্নিত, অভিনব বিষয়বস্তু নিয়ে। পাঠকের নিজের মনের কথাগুলো কলমের খোঁচায় বই এর পাতায় সিদ্ধহস্তে ফুটিয়ে তোলেন। সাহিত্যে স্বীকৃতি হিসেবে ' মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ২০২৪ পশ্চিমবঙ্গ ভারত , দি ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট' স অ্যাওয়ার্ড ২০২৪, ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, স্বাধীনতা স্নৃতিপদক , বঙ্গসভা পুরস্কার - ঢাকা ইউনিভার্সিটি, বাংলাভিশন ফাউন্ডেশন হতে নজরুল পদক' পুরস্কারে ভূষিত হন। পেশায় একজন চিকিৎসক। নবম শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় বাংলাদেশ বেতারের নাটক রচনা প্রতিযোগিতায় পুরস্কৃত হন। প্রথম আলো বন্ধুসভায় অনেক দিন লেখালেখিতে জড়িত ছিলেন। তার লিখিত বইগুলো মধ্যে- নির্বাসিত নরকে (উপন্যাস), আমায় রেখো প্রিয় প্রহরে (উপন্যাস) , নীল কাঁকড়া (থ্রিলার), দত্তক (গল্পগ্রন্থ) বিশেষভাবে উল্লেখযোগ্য। নওগাঁ জেলার নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো গ্রামে ১৯৮১ সালের ৭ ই মার্চ জন্মগ্রহণ করেন। দুই ছেলে আহনাফ, আরহাম, এক মেয়ে আইজাহ ও স্ত্রী আসমা উল হুসনা পূর্ণি কে নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।