পাঠ্যসূচি হলো শিক্ষাক্রমের অংশবিশেষ। কোন শ্রেণিতে একটি নির্দিষ্ট বিষয়ে কী কী বিষয়বস্তু পড়ানো হবে, তারই বিস্তারিত বিবরণ বা তালিকা হচ্ছে পাঠ্যসূচি। শিক্ষাক্রমকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হলে, পাঠ্যসূচি হবে ওই বৃক্ষের একটি শাখা। শিক্ষাক্রম শিক্ষাব্যবস্থার প্রাণ এবং সামগ্রিক রূপরেখা। একটি দেশের শিক্ষাক্রম ও এর কাঠামো যে সব বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে, সেগুলো হচ্ছে জাতীয় দর্শন, রাষ্ট্রীয় আদর্শ, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোগত অবস্থা, জাতীয় ইতিহাস ও ঐতিহ্য, জাতিগত মূল্যবোধ, জনগণের ধর্মীয় চেতনা, সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত, জনগণের সমাকালীন জীবনব্যবস্থা, শিক্ষার্থীর সমকালীন চাহিদা ও ভবিষ্যৎ, সমাজের সার্বিক উন্নয়ন ও জরুরি চাহিদাসমূহ। কারিকুলামের লক্ষ্য জাতীয় দর্শন, রাষ্ট্রীয় নীতি, জাতীয় ও বৈশ্বিক পরিবেশ এবং চাহিদা ও উপকারভোগী জনগোষ্ঠার প্রয়োজনীয়তার আলোকে বিশেষ প্রক্রিয়ায় প্রণীত হয়। এর লক্ষ্য থাকে অনেক ব্যাপক। এসব লক্ষ্য অর্জন করার জন্য অনেকগুলো সাধারণ উদ্দেশ্য নির্ধারণ করা হয় এবং কোনো কোনো বিষয়বস্তুর মাধ্যমে অর্জন করতে হবে, তা নির্ধারণ করা হয়। এখান থেকেই নির্ধারণ করা হয় বিষয়ভিত্তিক উদ্দেশ্য। বিষয়ভিত্তিক উদ্দেশ্যসমূহকে আবার স্তরভিত্তিক উদ্দেশ্যে বিন্যাস করা হয়। অতঃপর স্তরের ওপর ভিত্তি করে বিষয়ভিত্তিক উদ্দেশ্য অর্জন করার জন্য নির্ধারণ করা হয় শিখনফল।
শিক্ষার উন্নয়নে নিবেদিত আন্তর্জাতিক সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ বাবুগঞ্জ পাইলট হাইস্কুল বরিশাল থেকে এসএসসি এবং সরকারি বিএম কলেজ বরিশাল থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। তারপর শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। প্রথম শিক্ষকতা শুরু করেন ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে। এরপর শিক্ষকতা করেন সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ ও রাজউক উত্তরা মডেল কলেজে। এর মধ্যে এক বছর ব্যাচেলর ইন ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং প্রোগ্রাম (বেল্ট), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর হিসেবে কাজ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে ব্র্যাক শিক্ষা কর্মসূচি, পেইসে ইংরেজি বিশেষজ্ঞ হিসেবে যোগাদন করেন। তিনি দেশে এবং বিদেশে বহু সেমিনারে শিক্ষার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিক্ষা ও সমকালীন বিষয়ে নিয়ে তিনি বাংলা ও ইংরেজি দৈনিকে নিয়মিত কলাম লেখেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন (BELTA)-র নির্বাহী কমিটির সদস্য। তিনি ব্র্যাক শিক্ষা কর্মসুচির মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণে অবদানের জন্য TESOL প্রেসিডেন্ট এ্যাওয়ার্ডে ভূষিত হন। Dr. Christine Coomb নিজ হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এ এ্যাওয়ার্ড তাঁর হাতে তুলে দেন।
মাছুম বিল্লাহ AsiaTEFL, IATEFL, TESOL এবং Amensty International-এর সদস্য।