প্রতিটি সন্তান পিতা-মাতার জন্য মূল্যবান সম্পদ। এই অমূল্য সম্পদকে যেভাবে প্রতিপালন করা হবে ঠিক সেভাবেই গড়ে উঠবে। সন্তানকে ইসলামি আদর্শে গড়ে তুললে পারলে দুনিয়াতে যেমন উপকারে আসবে তেমনি পিতামাতার জন্য পরকালে মুক্তির কারণ হবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার পাশাপাশি সন্তানদেরও বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তা’য়ালা বলেন, হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা করো (সূরা তাহরীম- ০৬)। বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ মাহ্ফুজুর রহমান সম্পাদিত ‘আপনার সন্তানকে ভালো মানুষ করবেন কিভাবে? বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী একটি গ্রন্থ। এ গ্রন্থে লেখক সন্তান প্রতিপালনে বাবা-মার দায়িত্ব ও কর্তব্য, সন্তানের শিক্ষা-দীক্ষা, স্থান-কাল-পাত্র ভেদে শিশুর ম্যানার্স, সন্তানের নানাবিধ আসক্তিরোধে করণীয়, সন্তানকে ভালো মানুষ করার কৌশল এবং আদর্শ সন্তান গঠনে অমূল্য উপদেশ ভার ইত্যাদি বিষয়সমূহ দারুণভাবে আলোকপাত করেছেন। যা সন্তান লালন-পালনে এবং আদর্শ সন্তান গঠনে পিতা-মাতার জন্য গ্রন্থটি একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচ্য হবে। চতুর্থ শিল্পবিপ্লব ও তথ্য-প্রযুক্তির আবর্তে সাংস্কৃতিক আগ্রাসনের কবলে আমাদের যুব সমাজ যখন ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছে যাচ্ছে ঠিক এ সময়ে সন্তানকে আদর্শ মানুষ গঠনে আপনার সন্তানকে ভালো মানুষ করবেন কিভাবে? গ্রন্থটি সকলের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে দৃঢ় বিশ্বাস করছি