পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠার দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে এ বইয়ে অনুপুঙ্খভাবে। নানা তথ্যসূত্রের সমাহারে রচিত এ বই পড়ে পাঠক পাবেন কমিউনিস্ট আন্দোলনের এমন সব অজানা তথ্য, যা তাঁদের ভাবনার সঙ্গী করবে। সঙ্গী করবে ইতিহাসেরও। ১৯২০ সালে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে গঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি। তারপর নানা উত্থান-পতনের মধ্য দিয়ে সেটি অগ্রসর হয়েছে। ভারতের জাতীয় সংবাদপত্রগুলোতে মিরাট ষড়যন্ত্র মামলাসংক্রান্ত প্রকাশিত সংবাদই কমিউনিস্ট পার্টির অস্তিত্বকে প্রথম দেশবাসীর সামনে তুলে ধরে। চল্লিশের দশকে সারা দেশে শুরু হয় যুক্তিহীন ভ্রাতৃঘাতী দাঙ্গা। বিভক্ত হয় উপমহাদেশ। এর আগে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টি ছিল যথেষ্ট শক্তিশালী। কিন্তু ভারত বিভাজনের পর হিন্দু সম্প্রদায়ের দেশত্যাগের কারণে পার্টি দুর্বল হয়ে পড়ে। সেটা ছিল কমিউনিস্ট পার্টির এক দারুণ দুর্যোগের সময়। তবু কমিউনিস্টরা বহু নিষ্ঠা ও আত্মত্যাগের ভেতর দিয়ে পার্টির পতাকাকে সমুন্নত রেখেছিলেন। বহু কমরেডের জেলে মৃত্যু হয়, অনেকে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলেন। তবু পূর্ব পাকিস্তানের প্রতিটি রাজনৈতিক সন্ধিক্ষণে, যেমন ভাষা আন্দোলনে, যুক্তফ্রন্ট গঠনে, সামরিক সরকারের বিরুদ্ধে গণজাগরণে কমিউনিস্ট পার্টি ছিল সামনের সারিতে। তবে দেশভাগের প্রায় দুই দশক পরে ভাগ হলো পার্টি। এই ভাঙন কি অনিবার্য ছিল! এই বইয়ে ধরা আছে এমন কিছু প্রশ্ন এবং এক দীর্ঘ পথপরিক্রমার আখ্যান।
Title
পূর্ববঙ্গের কমিউনিস্ট পার্টি: গোড়ার কথা ১৯৪৭ - ১৯৬৭
গৌতম রায় কলকাতার যুগান্তর পত্রিকার সাবেক সাংবাদিক গৌতম রায়। জন্ম ১৯৫৭ সালে কলকাতায়। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে দৈনিক কালান্তর পত্রিকায় কর্মরত। শৈশব থেকে যৌথ পরিবারে লালিত। পিতার আদি নিবাস ফরিদপুরে, মায়ের বাড়ি বরিশালের আলেকান্দায়। তিরিশের দশকে লেখকের পরিবার কর্মসূত্রে চলে যায় চট্টগ্রামে। সেখানে মাস্টারদার দলের সঙ্গে তাঁদের নিবিড় যোগাযোগ স্থাপিত হয়। লেখক ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে যোগ দেন উদ্বাস্তু আন্দোলনে। এই উদ্বাস্তুদের সঙ্গে মেলামেশার সূত্রেই তিনি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে অবহিত হতে থাকেন। কলকাতার বামপন্থী অনেক পত্রপত্রিকার নিয়মিত লেখক তিনি। জড়িত ছিলেন দেশভাগ ও উদ্বাস্তু সমস্যাসংক্রান্ত বেশ কিছু গবেষণাকর্মের সঙ্গে। ২০২৩ সালের কলকাতার বইমেলায় তাঁর প্রকাশিত বই বাংলায় বিপ্লববাদ থেকে কমিউনিস্ট পার্টিতে।