ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ তো কেবল পত্রিকার শিরোনামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে আছে লাখ লাখ পরিবারের ত্যাগের গল্প। সুদূর বেলফোরের ঘোষণা থেকে হালের ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি, প্রতিটি পরাশক্তির কূটচালের শিকার নিজ ভূমে পরবাসী এই ফিলিস্তিনিরা। বিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে যখন উপনিবেশায়নের সমাপ্তি ঘটছিল, তখন নাকবার ঘটনায় ফিলিস্তিনিদের হতে হয়েছে দেশান্তরী। লেবানন যুদ্ধে শরণার্থী অবস্থায় থেকেও প্রাণ দিতে হয়েছে তাদের। প্রাণ দিতে হয়েছে দুই ইন্তিফাদায়। এই সংকটকে অবলম্বন করে ফায়দা নিয়েছেন কিসিঞ্জার, রিগ্যান, ট্রাম্প, কুশনার থেকে শুরু করে আরব স্বৈরশাসকরাও। কিন্তু ফিলিস্তিনি জনগণদের কেবল অপমান আর লাঞ্ছনাই সইতে হয়েছে। ফিলিস্তিন যুদ্ধের শত বছরের ইতিহাসে ছয়টি বড় যুদ্ধে এরকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের। এই আত্মত্যাগ, সংগ্রাম আর প্রতিরোধের লড়াই নিয়েই “ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর”। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ তো কেবল পত্রিকার শিরোনামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে আছে লাখ লাখ পরিবারের ত্যাগের গল্প। সুদূর বেলফোরের ঘোষণা থেকে হালের ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি, প্রতিটি পরাশক্তির কূটচালের শিকার নিজ ভূমে পরবাসী এই ফিলিস্তিনিরা। বিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে যখন উপনিবেশায়নের সমাপ্তি ঘটছিল, তখন নাকবার ঘটনায় ফিলিস্তিনিদের হতে হয়েছে দেশান্তরী। লেবানন যুদ্ধে শরণার্থী অবস্থায় থেকেও প্রাণ দিতে হয়েছে তাদের। প্রাণ দিতে হয়েছে দুই ইন্তিফাদায়। এই সংকটকে অবলম্বন করে ফায়দা নিয়েছেন কিসিঞ্জার, রিগ্যান, ট্রাম্প, কুশনার থেকে শুরু করে আরব স্বৈরশাসকরাও। কিন্তু ফিলিস্তিনি জনগণদের কেবল অপমান আর লাঞ্ছনাই সইতে হয়েছে। ফিলিস্তিন যুদ্ধের শত বছরের ইতিহাসে ছয়টি বড় যুদ্ধে এরকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের। এই আত্মত্যাগ, সংগ্রাম আর প্রতিরোধের লড়াই নিয়েই “ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর”।
রাশিদ খালিদি সাতটি গুরুত্বপূর্ণ গ্রন্থের লেখক, যার মধ্যে উল্লেখযোগ্য হলো Palestinian Identity, Brokers of Deceit এবং The Iron Cage। ফিলিস্তিনি ইতিহাস, জাতীয়তাবাদ ও মধ্যপ্রাচ্য রাজনীতির উপর তাঁর গবেষণামূলক কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর লেখা The New York Times, Boston Globe, Los Angeles Times, Chicago Tribune এবং অন্যান্য বহু খ্যাতনামা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এডওয়ার্ড সাঈদ আধুনিক আরব অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং Journal of Palestine Studies-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খালিদির পাণ্ডিত্য, রাজনৈতিক বিশ্লেষণ ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তাঁকে ফিলিস্তিনি প্রশ্নে একজন বিশ্বমানের বিদ্বান ও বিশ্লেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।