‘বাংলা সাহিত্য : মননে বিশ্লেষণে’ শীর্ষক গ্রন্থটি আমার লেখা গবেষণামূলক বিভিন্ন প্রবন্ধের বাছাইকৃত একটি সংকলন। এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে গত দশ বছরে (২০১০-২০২০) বিভিন্ন গুরুত্বপূর্ণ জার্নালে প্রকাশিত ২২টি প্রবন্ধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিত্যনতুন নানা বিষয়ে গবেষণাকর্ম পরিচালনা করা আমাদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য। এই দায়িত্ব-কর্তব্য সম্পাদনের লক্ষ্যে আমরা সর্বদা নিবিষ্ট থাকি বিভিন্নরকম গবেষণাকর্মে। তবে পেশাগত তাগিদ ও প্রেরণা থেকে পরিচালিত হলেও এসব গবেষণাকর্মের বিষয় নির্ধারণের পশ্চাতে কাজ করে ব্যক্তিগত আগ্রহ এবং এগুলোর উপস্থাপন-কৌশলে
অনিবার্যভাবেই প্রতিফলিত হয় গবেষকের নিজস্ব মনোভঙ্গি। বর্তমান গ্রন্থে এরকম বেশকিছু নির্বাচিত প্রবন্ধকে পরিবর্ধিত ও পরিমার্জিতরূপে সংকলন করা হয়েছে।
গ্রন্থভুক্ত বিভিন্ন প্রবন্ধে আধুনিক বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় দীপ্তিমান কয়েকজন সাহিত্যিকের সাহিত্যকর্ম সম্পর্কিত বিষয় ও শিল্পভিত্তিক পর্যবেক্ষণ উপস্থাপিত হয়েছে। প্রতিটি প্রবন্ধ বিশেষজ্ঞ-পর্যালোচক কর্তৃক মূল্যায়িত।
দেশের প্রখ্যাত পুস্তক প্রকাশনী হাওলাদার প্রকাশনীর স্বত্বাধিকারী জনাব মাকসুদের স্বতঃস্ফ‚র্ত উদ্যোগ আমাকে প্রণোদিত করে। তাঁর ঐকান্তিক আগ্রহে গ্রন্থটির প্রকাশ সম্ভব হয়েছে। তাঁর প্রতি রইলো কৃতজ্ঞতা।
গ্রন্থটি বাংলা সাহিত্যের সংশ্লিষ্ট বিষয়ে কৌত‚হলী ও মনোযোগী পাঠক-সমালোচকের উপকারে এলেই আমাদের শ্রম সার্থক হবে। সকলের মঙ্গলময় জীবন কামনা করি।
ড. মোমেনুর রসুল। ১৯৮১ সালের ৭ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা-এম. এ. কাশেম ও মাতা-বিলকিস বানুর মেধাবীপুত্র মোমেনুর রসুলের রয়েছে সাফল্যমণ্ডিত এক শিক্ষাজীবন। এ কে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন-ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভকরে অর্জন করেন স্বর্ণপদক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'সুবোধ ঘোষের ছোটগল্পে মানব-মনস্তত্ত্ব' শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে এমফিল ডিগ্রি অর্জন করেন ২০১৩ সালে। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হকের অধীনে 'সতীনাথ ভাদুড়ীর উপন্যাস: ব্যক্তি-সমাজ-রাজনীতি ও শিল্প-ভাবন' শীর্ষক পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষক ও প্রাবন্ধিক হিসেবে মোমেনুর রসুল এর বিভিন্ন প্রবন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগীয় সাহিত্য পত্রিকা, কলা অনুষদ পত্রিকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষা-সাহিত্যপত্র, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা, নজরুল ইন্সটিটিউট পত্রিকাসহ আরও একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া কলকাতা ও আসাম থেকে গবেষণামূলক জার্নালে তার একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। মোমেনুর রসুল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। প্রকাশি বইসমূহ: ১. সুবোধ ঘোষের ছোটগল্পে মানব মনস্তত্ত্ব, অনন্যা প্রকাশনী (২০১৭), ২. বাংলা সাহিত্য: মননে বিশ্লেষণে, হাওলাদার প্রকাশনী (২০২২), ৩. সতীনাথ ভাদুড়ীর উপন্যাস: ব্যক্তি-সমাজ-রাজনীতি ও শিল্প ভাবনা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা (২০২২), ৪. বিষাদ-সিন্ধু (সম্পাদনা), ভাষাপ্রকাশ (২০১৭)।