ফ্ল্যাপে লেখা কিছু কথা জ্যাক হিগিন্সকে বলা হয় ‘ওয়ার্ল্ড মাস্টার থ্রিলার রাইটার।’ তাঁর বই এ পর্যন্ত ৩০০ মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে, অনূদিত হয়েছে ৫৫ টি ভাষায়। বাংলাদেশে আমরাই প্রথম জ্যাক হিগিন্সের থ্রিলার বাংলাভাষায় অনুবাদ করেছি। জ্যাক হিগিন্সের জন্ম বেলফাস্টে, তিনি ১৫ বছর বয়সে স্কুল ত্যাগ করেন। তারপর তিন বছর রয়্যাল হর্স গার্ডসে কাজ করেছেন পূর্ব জার্মান সীমান্তে, ঠাণ্ডা যুদ্ধ চলাকালীন। লেখালেখির আগে জীবন ও জীবিকার প্রয়োজনে বিভিন্ন বিচিত্র পেশায় অভিজ্ঞতা অর্জন করেছেন হিগিন্স। সার্কাসের হিসাবের খাতা লিখেছেন, চালিয়েছেন ট্রাক, কেরানি হয়ে কলমও পিষেছেন বেশ কিছুদিন। সোশিওলজি এবং সোশাল সাইকোলজিতে অনার্স ডিগ্রি নেয়ার পরে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কিছুকাল কাজ করেছেন। হিগিন্সের প্রথম বই ‘দ্র ঈগল হ্যাজ ল্যান্ডেড’ এনে দেয় থ্রিলার লেখক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি। তারপর থেকে নিরন্তর শাসরুদ্ধকর সব রোমাঞ্চোপন্যাস রচনা করে চলেছেন তিনি। তাঁর লেখা বেশ কিছু উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য ভায়োলেন্ট এনিমি’, দ্য র্যাথ অব গড’, ‘থান্ডার পয়েন্ট’, ‘কনফেশনাল’, ‘নাইট অব দা ফক্স;, ‘আই অব দা স্টর্ম’, ‘অল ডেঞ্জারাস গ্রাউন্ট’, ‘টাচ দা ডেভিল’, ‘লুসিয়ানোস লাক’ ইত্যাদি। তাঁর প্রথম থ্রিলার ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’ও একটি ব্যবসাসফল ছবি। হিট হয়েছে ‘দ্য প্রেসিডেন্ট’স ডটার’ও।