খালেক বিন জয়েন উদ্দীন (২৪ জানুয়ারি ১৯৫৪ – ১৪ জানুয়ারি ২০২৪) ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা কবি ও শিশু সাহিত্যিক। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামে জন্মগ্রহণ করা এই সাহিত্যস্রষ্টা তাঁর জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন কবিতা, ছড়া ও শিশুতোষ রচনায়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে বাংলা সাহিত্যে এম.এ. ডিগ্রি অর্জন করেন। সাহিত্যের পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে সাত মাস কারাবাস ভোগ করেন।
খালেক বিন জয়েন উদ্দীনের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ধান সুপারি পান সুপারি, আপিল চাপিল ঘন্টি মালা, চিরকালের ১০০ ছড়া, হৃদয় জুড়ে বঙ্গবন্ধু, হুমায়ুননামা, মায়ামাখা শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও শেখ রাসেল। তাঁর লেখায় ছিল দেশপ্রেম, মানবিকতা ও শিশুমনের গভীর বোঝাপড়া। শিশু সাহিত্যকে সমৃদ্ধ করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, বঙ্গবোধু সাহিত্য পরিষদ সম্মাননা এবং আরও বহু স্বীকৃতিতে ভূষিত হন। বাংলাদেশের শিশু সাহিত্যে তাঁর অবদান আজও শ্রদ্ধাভরে স্মরণীয়।