বিশ্বব্যাপী এখন এক দারুণ অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। ২০০৭ সালে আমেরিকান যুক্তরাষ্ট্রে শুরু হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। চরম আর্থিক সঙ্কট, মূল্যস্ফীতি ও বেকারত্বের হার বৃদ্ধির কারণে এক দুঃসহ জীবন অতিবাহিত করছে পৃথিবীর বিভিন্ন দেশের সাধারণ মানুষ। এটি সাম্প্রতিককালের দীর্ঘতম মন্দা। কেউ কেউ এটিকে আখ্যায়িত করেছেন দ্বিতীয় মহামন্দা হিসেবেও। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তারল্য সঙ্কট, তেলের মূল্য বৃদ্ধি ও কৃষি উৎপাদন হ্রাস এর মূল কারণ। বাংলাদেশেও সঙ্গত কারণেই এর ঢেউ এসে লেগেছে। তাতে এক বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে এদেশের অর্থনীতি। মন্দার অভিঘাতে এখন দুর্বিষহ আমাদের জনজীবন।
এ পরিপ্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ও গবেষক ড. জাহাঙ্গীর আলম। এগুলো অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায়। এ গ্রন্থটি নির্বাচিত ১৫টি প্রবন্ধের সংকলন। এতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে বৈশ্বিক মন্দার প্রভাব, কৃষি ও গ্রামীণ খাতে এর অভিঘাত, সমসাময়িক খাদ্য পরিস্থিতি, মূল্যস্ফীতি ও পরিবেশ বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা উপস্থাপন করা হয়েছে। এই বইটিতে সন্নিবেশিত প্রবন্ধগুলো অত্যন্ত সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা। পাঠকদের কাছে বইটি খুবই সুখপাঠ্য হবে। দেশের নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, গবেষক ও সাধারণ পাঠকদের জন্য বইটি বেশ উপকারে আসবে বলে আমি মনে করি।