“শুধু ধান্ধাবাজ নয়, তোমাকে দেখলে আমি চরিত্রহীনও হয়ে যাই, বউ। ব্যস্ততার জন্য শুধু প্রমাণ করতে পারছি না। একদিন আমি ঠিক প্রমাণ করে দেবো আমি কতটা বউভক্ত।”
নূরের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করেও দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে পারে না আশমিন। শহরের সবচেয়ে বড়ো মাফিয়া গ্যাং এর সদস্যদের একের পর এক খুন। কোনো এক সিরিয়াল কিলার অজানা কারণে খুব নৃশংসভাবে খুন করছে তাদের৷ এরমধ্যেই কিছুমাস আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে আট সদস্যের ডক্টর গ্রুপ নিখোঁজ। বিশাল এক চক্রে জড়িয়ে পড়েছে আশমিন নুর। একজন শিকারী বাজপাখির মতো শিকারের অপেক্ষায়, তো আরেকজন সেই বাজপাখির সুরক্ষার প্রচেষ্টায়। অদ্ভুত এই লুকোচুরি আর হার জিতের খেলায় শেষ পর্যন্ত কে জিতবে?
"সানজিদা বিনতে সফি" একটি ছদ্মনাম। আপনজনদের কাছে তিনি সাথী নামে পরিচিত। তবে পাঠকবৃন্দ তাঁকে সানজিদা নামে গ্রহণ করায় এ নামটিকেই আপন করে নিয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার, টঙ্গিবাড়ী উপজেলার বলই গ্রামে তাঁর জন্ম। বাবা মো. শফি শেখ এবং মা হালিমা বেগমের দ্বিতীয় সন্তান। পড়াশোনার পাঠ চুকিয়ে সংসারে থিতু হয়েছেন তিনি। বর্তমানে তিনি দুই সন্তানের জননী। লেখিকা সংসারের পাশাপাশি লেখালিখিতে বেশ মনোযোগী। অনলাইন জগতে তাঁর লেখা পাঠক- মহলে বেশ সমাদৃত। নিজের লেখাকে বইয়ের পাতায় দেখার ইচ্ছে থেকেই প্রকাশ করলেন তাঁর বই "ইটপাটকেল।" তিনি আশা রাখেন, বইটি পাঠকমহলের মন জয় করে নেবে, অসীম ভালোবাসা কুড়াবে।