প্রি-অর্ডারের এই পণ্যটি 29 Nov 2025 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
এক দূর ভবিষ্যতের পৃথিবীতে, যেখানে প্রযুক্তির অগ্রগতি মানুষকে অভূতপূর্ব সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে, সেখানেই তারা নিজেদের অস্তিত্ব ও মানবতার মূল প্রশ্নে নিঃশেষ দ্বিধা ও সংকটের মুখোমুখি। মানবজাতি যখন প্রযুক্তির আরামে নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে, ঠিক তখনই তাদের সৃষ্ট সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ‘হেরা’ তাদেরকে পৃথিবী থেকে নির্বাসনের আদেশ দেয়। মানবসভ্যতা যখন তার শেষ প্রহর গুনছে, তখন এক বিস্মৃত পৌরাণিক ভবিষ্যদ্বানী ধুলো ঝেড়ে জেগে ওঠে।
সেই ভবিষ্যদ্বাণীতে বলা আছে এক ত্রাণকর্তার কথা, নাম ডিওক্যালিয়ন। কিন্তু কে এই ডিওক্যালিয়ন? সে কি সত্যি কোনো মানুষ নাকি নিছকই এক প্রাচীন কল্পকাহিনী? এই প্রশ্নের উত্তর খুঁজতে নিওন ও অধ্যাপক রিগান বের হন এক অসম্ভব যাত্রায়, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ আর অজানা রহস্য।
যাত্রাটি তাদের নিয়ে যায় এক গোপন জগতে, যা সকলের চোখের আড়ালে বিদ্যমান। সেখানেই উন্মোচিত হয় এক অভাবনীয় সত্য— ডিওক্যালিয়ন কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি মানবজাতির ভবিষ্যতের এক গোপন রক্ষাকবচ কিন্তু তার আসল পরিচয় তার নিজেরও অজানা।
যখন দুই মহাশক্তি— একদিকে মানজাতির ধ্বংসকারী হেরা, আর অন্যদিকে রহস্যময় ত্রাণকর্তা ডিওক্যালিয়ন— মুখোমুখি হয়, তখন প্রশ্ন জাগে: এই লড়াইয়ের শেষ কোথায়? মানবজাতির ভাগ্য কি ধ্বংসের অন্ধকারে হারিয়ে যাবে, নাকি এক অজানা শক্তির হাত ধরে নতুন ভোরের আলো দেখবে?