"ড্রিমস আইটি জব সল্যুশন" বইটির সম্পর্কে কিছু কথা: ইংরেজি বইতে বাংলা ভূমিকা ব্যতিক্রম হলেও, শিক্ষার্থী, চাকরি প্রার্থী বা পেশাজীবী সকলের জন্য "Dream's IT Job Solution" বই সম্পর্কে একটি সহজবােধ্য ধারনা দেওয়ার সুবিধার্থে ইংরেজির পাশাপাশি একটি অতিরিক্ত বাংলা ভূমিকার অবতারনা করা হলাে। "Dream's IT Job Solution" বইটি মূলত দুটি পটভূমিতে রচনা করা হয়েছে। প্রথমত, এই বইটিকে কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ে একটি সংকলিত একাডেমিক রেফারেন্স বই হিসাবে ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, তথ্য প্রযুক্তি বিষয়ক চাকরি এবং অন্যান্য প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটি একটি প্রস্তুতিমূলক নির্দেশনা বই হিসাবে ব্যবহার করা যাবে। এই দুটি বিষয়কে এক মলাটের ভেতরে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণের মূল সমস্যা হলাে, তথ্য প্রযুক্তির বিভিন্ন কনটেন্ট আলাদা-আলাদা একাডেমিক বইতে বিস্তৃত থাকে। সব কনটেন্ট সমূহ এক মলাটের ভেতর নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এছাড়াও বিগত বছরগুলোের তথ্য প্রযুক্তি বিষয়ক চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের আলােকে এই বইয়ের সূচি বিন্যস্ত করা হয়েছে। বইয়ের সামগ্রিক পরিধি বইটিকে একটি ভিন্ন মাত্রা দান করবে বলে আমরা বিশ্বাস করি। বইটি একই সাথে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী, চাকরি বা পেশাজীবী সকলের জন্যই একটি রেফারেন্স বই হিসাবে সবার প্রয়ােজন পুরন করবে।