
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের মত এমন বহুমুখী প্রভিভার অধিকারী ব্যক্তিত্ব খুব কমই দেখা যায়। তিনি মূলত শিক্ষক। দীর্ঘ তিরিশ বছর তিনি অধ্যাপনার সাথে জড়িত ছিলেন। তবে তিনি এমনই এক সংশপ্তক যে তাঁকে শুধুমাত্র একটা পরিচয়ে আবদ্ধ করা সম্ভব নয়। তিনি অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, অসাধারণ প্রতিভার অধিকারী লেখক, চূড়ান্ত রকমের সফল সংগঠক। এসবের বাহিরেও তাঁর আরও অজস্র পরিচয় আছে। তবে সব কিছু বাদে দিলেও তাঁর যে গুণটির কথা বলতেই হয় সেটা হল, তিনি একজন অসাধারণ বাগ্মী মানুষ। তিনি তাঁর কথার জাদুতে শত-সহস্র শ্রোতাকে ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রমুগ্ধ করে রাখতে পারেন। আর ‘রসট্রাম থেকে’ বইটি হল তাঁর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেয়া সে সকল অসাধারণ সৃষ্টিশীল বক্তব্যের সংকলন। আবদুল্লাহ আবু সায়ীদকে সারাটা জীবনই বিভিন্ন জায়গায়, প্রয়োজনে-অপ্রয়োজনে, ইচ্ছায়-অনিচ্ছায় বক্তব্য দিয়ে যেতে হয়েছে তাঁর অসাধারণ বাগ্মীতার কারণে। এই গ্রন্থে যে সকল বক্তব্য সংকলিত হয়েছে তার কিছু বিশ্বসাহিত্যের কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে দেয়া, কিছু বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া, আর কিছু বিভিন্ন জায়গায় আমন্ত্রিত অতিথি হিসেবে দেয়া। স্যারের দেয়া বক্তব্যগুলো পড়লে দেখা যায় যে, তিনি সব সময় বই পড়াকেই সর্বোচ্চ গুরুত্ব দেন। তাঁর মতে, আগামী দিনে একটা স্বয়ংসম্পূর্ণ জাতি পেতে হলে আজ আমাদের শিশুদের হাতে বই তুলে দিতে হবে। একেকটা বই হল একেকটা জানালা। যখন একজন মানুষ একটা বই পড়ে তখন তার সামনে থেকে একটা বন্ধ জানালা খুলে যায়। তার মনের ঘরে সূর্যালোক এসে প্রবেশ করে। এই বইগুলো হচ্ছে আমাদের পূর্বপ্রজন্মের সবচেয়ে প্রতিভাবান মানুষদের রেখে যাওয়া সবচেয়ে সুন্দর কাজগুলো। আমরা যত বেশি বই পড়বো ততই তাঁদের আলোকোজ্জ্বল চেতনাজগতকে নিজেদের ভেতরে ধারণ করে সমৃদ্ধ হতে পারবো। স্যার এভাবেই তাঁর ‘রসট্রাম থেকে’ বইয়ে শ্রোতাদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের মননজগত এতটাই গভীর আর তিনি এতটাই ধী-শক্তির অধিকারী যে তাঁর উপস্থিত বক্তব্যগুলো প্রায় লেখনীর মতই ধারালো এবং সুগঠিত। ‘রসট্রাম থেকে’ বক্তব্যের সংকলনটি পড়লে যে কোন পাঠকেরই চেতনাজগত সমৃদ্ধ হবে বলে আমার বিশ্বাস।




