
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নব্বই সেকেন্ড মূলত নব্বই সেকেন্ডেরই গল্প। ব্যবসায়ী সোহেল রহমান মালয়েশিয়ান এয়ারলাইনসে দেশে ফিরছেন। এটি যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আকাশে থাকতে ব্যর্থ হয়ে সাগরে অবতরণ করতে চাইল। আকাশ থেকে নেমে আসছে সাগরে, বিমানের ভেতরের দৃশ্য বদলে গেছে—এই সময়টুকু নব্বই সেকেন্ডের। নাগরী পরিষ্কার করে জানান না, শেষ পর্যন্ত কী হয়—সাগরের বুকে সফল অবতরণ, না নিমজ্জিত হওয়া। তা জানার আক্ষরিক প্রয়োজনও অবশ্য পড়ে না। কারণ, লেখক ইতোমধ্যে সোহেল রহমান, তার সংসার, তার পরিচিতজন, তার সহযাত্রী, এবং নিজেকেও উন্মোচিত করতে শুরু করেছেন। একদিনে বিমানের অতিদ্রুত নেমে আসা, অন্যদিকে জীবন ও জগতের উন্মোচন—এই দুইয়ের মিশেলে পাঠক শুধু রুদ্ধশ্বাসে বইয়ের পৃষ্ঠা উলটে যান না, জীবনের নানা রহস্যের দ্বারও বুঝি একটি-দুটি করে খুলতে আরম্ভ করেন। লেখকের কৃতিত্ব—মূল চরিত্র যেমন নিজের মুখোমুখি হয় তার চারপাশ নিয়ে, পাঠকও সম্ভবত এর বাইরে থাকতে পারেন না। লেখক সহজাত ক্ষমতায় টেনে আনেন পাঠককে, কাহিনির সঙ্গে জড়িয়ে ফেলেন, তার নিজের সঙ্গেও তাকে। শাহাবুদ্দীন নাগরীর একটি বড় গুণ, তিনি সাসপেন্স তৈরি করতে পারেন। পাঠককে অপেক্ষায় রাখার কৌশলটি তিনি ভালো জানেন। চরিত্র নির্মাণেও তার দক্ষতা অনস্বীকার্য। আমাকে আরও একটি ব্যাপার বিস্মিত করে—কাহিনিতে কিছু অতিপ্রাকৃত কিংবা বিভ্রম কী অনায়াসে তিনি ঢুকিয়ে দেন। অবাক হতে হয়। এসবই একজন যোগ্য লেখকের পরিচয়।




