User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By FAYSAL

      14 Apr 2021 11:37 PM

      Was this review helpful to you?

      or

      Writer follow Humayun Ahmed style yet sentence structures are not up to mark.Story build up was ok but finishing was written hurriedly.

      By Mitul Rahman Ontor

      30 Mar 2019 02:34 AM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ আমাদের অনেকের জীবনটাই রাফখাতার মতো। কিছুই গুছিয়ে করা হয়ে উঠে না। সবকিছু কেমন যেন খসড়া, কেমন যেন এলেমেলো হয়ে থাকে। আবার আমাদের মাঝেই আছে নোটখাতা৷ যাদের সবকিছু গুছানো। তারা যেভাবে পরিকল্পনা করেছে, সেভাবেই সব হয়েছে৷ এমনই এক গল্প নিয়ে রাসায়াত রহমান জিকো'র প্রথম বই "RaafKhata". সময় কাটানোর জন্যে বেশ ভালো বই। সহজ, সাবলীল ভঙ্গিতে লিখা৷ ১০২ পেজের বইটি এক বসায় শেষ করে ফেলা যায়। গল্পে নাটকীয়তা একটু বেশিই ছিল৷ আবার অনেক কিছু বেশ প্রেডিক্টেবল লেগেছে৷ অর্থাৎ, আগে থেকেই বোঝা গেছে সামনে কি হতে যাচ্ছে! তবে " রাফ খাতা" যেহেতু লেখকের প্রথম বই, সে হিসেবে সব মিলিয়ে বেশ ভালোই বলা চলে। লেখার ক্ষেত্রে বানান ভুল তেমন চোখে পড়ি নি। তবে কিছু কথা বারবার চলে এসেছে, অর্থাৎ রিপিট করেছে৷ যা খানিকটা বিরক্তিকর ছিল। আগামী থেকে এই পুনরাবৃত্তির দিকে একটু নজর রাখতে হবে। বইটি ২০১৫ সালে আদী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ১০২ পেজের বইটির গায়ের মূল্য ১৭৫টাকা। বইটি সবার পড়ার আমন্ত্রণ রইল।

    • Was this review helpful to you?

      or

      #রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ ছোটবেলা থেকেই তমালের মনে হতো, তার আশেপাশের সব মেধাবীদের জীবন এক-একটা ফেয়ার খাতা। কোনো বাড়তি ভুল দাগ নেই, কাটাকুটি নেই। তার নিজের জীবনটা রাফখাতার মতই। ভুলেভালে ভর্তি, যা যা ভেবেছিল জীবনে তেমনটা যেন কখনোই হলো না। স্কুল-কলেজ থেকেই তার তুলনা হয় বড় ভাই পিয়াল আর প্রিয় বন্ধু রাফির সাথে, যারা কি না বাবা-মার আদর্শ সন্তান, কখনো দ্বিতীয় হতেই জানে না। তমালকে তার স্কুলের শিক্ষক অংক তোলার জন্য একটা রাফখাতা বানাতে বলেছিলেন। সেই খাতার পরের দিকের পাতায় তমাল তার জীবনের গল্পগুলো লিখে রাখতো। সেই জীবনে প্রেম এলো, এলোমেলো হলো বন্ধুত্ব, কত পরিবর্তন! তমালের সাধারণ জীবনে এমন এক সময় এলো যখন সবাই বিশ্বাস হারালো তার উপর থেকে। কিন্তু সবাই তো জীবনের সব পরীক্ষায় প্রথম হয় না, যারা দ্বিতীয় হয় তাদের কি হবে? তবে কি ব্যর্থতার গ্লানি নিয়ে তমাল হারিয়ে যাবে? না কি পূর্ন করবে তার জীবনের রাফখাতা? পাঠপ্রতিক্রিয়া: তমালের চরিত্রটার মধ্যে পাঠক নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। কিছু না কিছু ব্যর্থতা আমাদের সবার জীবনেই থাকে, আমরা সবাই-ই কোনো না কোনোভাবে এক একজন তমাল। গল্পটা যেহেতু তমালের ডায়েরি, তাই লেখক গল্পটা বলেছেনও অনেকটা ব্যক্তিগত ডায়েরি লিখে যাওয়ার ঢঙে। হেরে যাওয়ার বোঝা সইতে না পেরে আত্মহত্যা করতে চাওয়া তরুণদের কিছু বার্তা দিতে চেয়েছেন। বাবা-ভাই-বন্ধুর সাথে সম্পর্ক আর তাদের অব্যক্ত অভিমানগুলো খুব সুন্দর করে দেখিয়েছেন। রাফখাতার মত লেখার কারনেই হয়তো কিছু কিছু কথা বারবার বলা হচ্ছিলো যেটা ভালো লাগে নি। রাসয়াত রহমান জিকোর লেখনী আর সুক্ষ্ম রসবোধের সঙ্গে যতটা পরিচিত তার ফেসবুকের লেখা থেকে, তাতে আমার প্রত্যাশা আরো বেশি ছিল। গল্পে ব্যবহৃত হাস্যরসগুলো সেভাবে ভালো লাগে নি। নাটকীয়তাও বেশি ছিল। মধুরেণসমাপয়েৎ চমৎকার, তবে পৃথিবীটা আসলে এতোটা গোল-ও না, সবার সাথে সবার শেষমেশ দেখা করিয়ে দেওয়াটা দরকার ছিল না। বইয়ের নাম কেন ইংরেজিতে ভুল বানানে Raafkhata দেওয়া হলো সেটারও উত্তর বই পড়লেই পাঠক পেয়ে যাবেন। লেখক নিজে একজন ক্রীড়াপ্রেমী, তার প্রতিফলন গল্পেও কিছুটা ছিল। কিশোর বয়সের প্রেমের জন্য তমালের পাগলামি, ক্লাস পালানো, গোল চক্করে নামাজের পর আড্ডা যেকোনো ছেলেকে নস্টালজিক করবে। নিজের কৈশোর থেকে তারুণ্যের বিভিন্ন মোড়ে ঘুরে আসতে চাইলে পড়ে নিতে পারেন উপন্যাসটি। লেখকের কাছে প্রশ্ন: আফজাল হোসেনের 'বহুব্রীহি' নাটক দেখে যার নাম রাখা হলো, সেই তমাল কলেজে থাকতে 'আমার বন্ধু রাশেদ' সিনেমাটা (২০১১ তে মুক্তি পায়) দেখলে আর রাফখাতা লেখা ৩০ বছরে শেষ হলে গল্পের সময়কালটা ঠিক কি দাঁড়ালো?

      By Asif Reza Chowdhury

      06 Mar 2019 10:24 PM

      Was this review helpful to you?

      or

      It felt like I were the person whom the writer was talking about. So realistic storytelling!!! Btw became quite emotional at some portions, I have a weakness that I cant control tears in emotional parts of books and movies. All the best for the writer.

      By Tanvir Zahin

      09 Feb 2019 08:11 PM

      Was this review helpful to you?

      or

      বেশ ভালো লেগেছে

      By murad

      24 Jun 2016 10:14 PM

      Was this review helpful to you?

      or

      "আমি তখন ক্লাস সেভেনে পড়ি । আমাদের বাসায় একজন টিচার রাখা হয়েছিল, সুবল স্যার ! তিনি প্রথমদিন বাসায় এসেই বলেন অংকের খাতা হবে দুইটা । কাঁচা খাতা আর পাকা খাতা । কাঁচা খাতা মানে খসড়া খাতা বা রাফ খাতা । আমি একটা খাতা তখন বানালাম । অনেক গুলি কাগজ নিয়ে সেলাই করা একটা খাতা । যার উপরে ইংরেজিতে লিখলাম রাফ খাতা । রাফ বানান লিখলাম আর ডাবল এ এফ" জিকো ভাইয়ের রাফরাফ খাতা পড়ে শেষ করলাম । কেমন লাগলো জিজ্ঞাস করা হলে বলবো পুরো বইটাকে আমি দুইটা ভাগে ভাগ করবো ! প্রথম ৫৩ পেইজ পর্যন্ত মানে নিশি পর্ব এবং পরের পেইজ থেকে শেষ পর্যন্ত অর্থাৎ অরণ্যা পর্ব । টু বি স্ট্রেইট, প্রথম থেকে পড়তে গিয়ে খুব একটা ইন্টারস্টিং মনে হয় নি। টিনএজ প্রেমের কথা গুলো যেন একটু বেশী দীর্ঘ্যই মনে হচ্ছিল । এবং স্পষ্টই বোঝা যাচ্ছিলো যে আদর্শ বালকের সাথে নিশির নিশ্চই কিছু একটা হবে । এবং শেষ পর্যন্ত হলই তাই ! সত্যি তাই প্রথম দিকে পড়তে গিয়ে মজা পেয়েছি কিংবা ইন্টারেস্টিং মনে হয়েছে এমন টা বললে মিথ্যা বলা হবে ! আমার কাছে কেবল মনে হয়েছে আগের কাহিনীটা আরও একটু সংক্ষিপ্ত বর্ণনা দিলেই সম্ভবত ভাল হত ! কিন্তু পরের পর্ব থেকে পড়া শুরু হওয়ার থেকেই আগের অ-ভাল লাগা ভাবটা কেটে গেল দ্রুতই ! এবং খুব আগ্রহ সহকারে পড়তে শুরু করলাম । এর পর কি হবে এমন একটা উৎকন্ঠা ছিল । এরপর অরণ্যার কি হবে ? আবার দেখা হবে তো, সব বড় ধাক্কা ছিল পুনরায় আদর্শ বালকের আগমন ! তলামের বাবার কাছে কথোপকথোনের জায়গায় খানিকটা যেন নিজের চোখও সিক্ত হয়ে উঠেছিল ! তমালের দক্ষিনে যাওয়ার অর্বাচীন কাজেপ বেশ মজা পেয়েছি ! পুলিশ শ্বশুড়ের কথাতেও ! এবং সত্যিই বেশ তৃপ্তি নিয়ে শেষ করলাম । কথায় আছে সব ভাল তার শেষ ভাল যায় ! সব দিক দিয়ে চিন্তা করলে বইটা বেশ ভাল লেগেছে ।

      By Tuhin Hossain

      29 May 2016 08:35 AM

      Was this review helpful to you?

      or

      Good

      By parag das

      14 Mar 2015 07:05 PM

      Was this review helpful to you?

      or

      এক বসায় পড়ে ফেলার মত একটি বই, তমাল চরিত্রটি অনেকদিন মনে গেঁথে থাকবে, লেখকের কাছে একটাই প্রত্যাশা ভবিষ্যতে যেন এরকম আর গল্প পাই, অনেক ভালো লেগেছে, লেখকের জন্য শুভকামনা ।

      By Shamim Mahfuz Snigdho

      22 Feb 2015 12:52 PM

      Was this review helpful to you?

      or

      ছোট মানুষ আমি।রিভিউ লেখা সাজে না আমার।তারপরও লিখতে ইচ্ছা করলো।ছোট জ্ঞান নিয়ে বলছি ‪#‎raafkhata‬ নিয়ে।এইটাকে রিভিউ বলা যাবে না হয়তো। ১. এক বসাতে পড়ে ফেলার মত উপন্যাস।পাঠক ধরে রাখার মত যথেষ্ট উপাদান সাজানো আছে।অনেকের জীবনের গল্পের সাথে কিছু অংশ মিলে যেতে পারে যদিও প্রয়োজনে খুব সুন্দরভাবে বাক নিয়েছে কাহিনীতে। ২. প্রতিটা মানুষের জীবন ই উপন্যাস।এই কথা খুব ভালো মত বুঝতে পেরেছি। ৩. কাহিনির গভীরতা ও রসবোধের সমান্তরালে সরল ভাষায় উপস্থাপন অনেক ভালো লেগেছে। ৪. ডন্ট কমিট সুইসাইড এর ব্যাপারটা ভালো লেগেছে এই অর্থে যে নিজেই নিজের অনুপ্রেরনা হতে পারে আর কাউকে লাগে না। ৫. আমাদের সমাজ,আমাদের শিক্ষা ব্যাবস্থা সম্পর্কে কী ধারণা রাখে সেটা খুব সুন্দর মতো উপস্থাপিত হয়েছে। যেসকল উক্তি ভালো লেগেছেঃ ১. ম্যাচিউর লেভেলে কেউ হাত পা দেখে প্রেমে পড়ে না। ২. জীবনের চিত্রনাট্য আমরা লিখি না। ৩. অর্বাচীনরাও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কাজ করে। ৪. বুয়েট কী জিনিস? শেয়ার বাজারে লস খাইছি। ৫. সময়, স্রোত আর তমাল কারও জন্য অপেক্ষা করে না। ৬. তবে জীবনের কোন আকৃতি আছে কিনা জানি না থাকলে তা পৃথিবীর মতোই গোলাকার হয়ত উত্তর-দক্ষীণে একটু চাপা। ৭. অবশ্য সামাজিক কাঠামো পরিবর্তন না হলে কিছু ব্যাপার স্যাপার আমাদের হাতে নেই। ৮. ভালোবাসার মতো মন আমার আব্বারও আছে কিন্তু সেটা তিনি প্রকাশ করতে পারেন না। ৯. আমার এই সময়ের জীবন মঞ্চ-নাটকের মতো।ঘন ঘন দৃশ্যপটের পরিবর্তন হচ্ছে। ১০. বাবা মায়েরা এমন ছেলে চায়, বিয়ে করার জন্য মেয়ের বাবার মনে হয় এমন ছেলে খুঁজে, এই ছেলেরা পড়লে ভাঙ্গে না, দাগ পড়ে না , রঙ নষ্ট হয় না, এরা শরীফ মেলামাইনের মতো। (গত সপ্তাহ থেকে সুনীল গঙ্গোপাধায়ের "সেই সময়" পড়ছি। কেমন যেন পড়ার আগ্রহ হারিয়ে ফেলছিলাম যদিও অনেক ভালো এক ঐতিহাসিক উপন্যাস। ২য় খন্ড শুরু করেছি,কিন্তু একটু বিরতি দরকার ছিলো। এই ক্ষেত্রে #raafkhata অনেক ভালো কিছু সময় উপহার দিলো আমাকে। মাথার ভিতর কাহিনী গুলো ঘুরছে শুধু। এককথায় অসাধারণ) ‪#‎বি_দ্রঃ‬ লেখক রাসয়াত রহমানের raafkhata বইটি পাওয়া যাচ্ছে বইমেলার আদী প্রকাশনে, স্টল নংঃ ২৬৪ ।

      By Mehedi Hasan Moon

      13 Feb 2015 05:10 PM

      Was this review helpful to you?

      or

      রাসয়াত রহমানের “raafkhata” উপন্যাসটি সুখপাঠ্য হবার মূল কারণ হিসেবে বলা যায় এর নির্মেদ গঠনকৌশলকে। লেখক চরিত্র গঠন ও পটভূমি নির্মাণে শুরুতে যতটা কুশলী ছিলেন,শেষে এসে সেই খেই হারিয়ে ফেলেছেন। তবে প্রথম থেকে গল্প বেশ পাকাপোক্তভাবে পাঠকের মনে গেঁথে গেলে পরবর্তীতে এই খুঁতটুকু চোখে না পড়ারই কথা। তমাল আর অরণ্যা চরিত্র দুটো পূর্ণভাবে বিকশিত হয়েছে এই উপন্যাসে। রাফি আর নিশি চরিত্র গল্পের প্রয়োজনে আসা-যাওয়া করেছে। বাকি সব চরিত্রই উপন্যাসটিকে যথোপযুক্ত সমর্থন দিয়েছে। তবে আলাদা করে যে চরিত্রটি নজর কাড়বে সে হচ্ছে বেলাল। লেখক এই চরিত্রকে খুব অল্প কিছু ডায়লগ ও সময় বরাদ্দ করলেও এর মাঝেই সে বাকিসব চরিত্রদের ছাপিয়ে গিয়ে বিকশিত হয়েছে। বেলাল চরিত্রটির মাধ্যমে লেখক উপন্যাসে অতিপ্রয়োজনীয় রসবিরতি দিয়েছেন। গল্পে চলমান ভারী পরিবেশকে নিমিষেই হালকা করে দিয়েছেন বেলালের কোন না কোন হাস্যরসাত্মক কাণ্ডকারখানা দিয়ে। পূর্বে রম্য লেখায় হাতপাকানো লেখক নিজের রসবোধের পূর্ণ পরিচয় দিয়েছেন বেলাল চরিত্রটির মাধ্যমে। এছাড়াও লেখক বিভিন্ন সামাজিক ইস্যুকেও ব্যবহার করেছেন, সেটা গল্পের প্রয়োজনেই। বাহুল্য ব্যবহার নেই বললেই চলে। আত্মহত্যা,শ্রেণীবৈষম্য,কোমলমতি শিশু-কিশোরদের সবকিছুতে প্রথম হবার সামাজিক ও পারিবারিক চাপ,এমনকি মিষ্টি ভালবাসার আবেগকেও সেই চাপে পিষ্ট হওয়ার ঘটনাগুলোকে লেখক (কারণ-ফলাফল-সমাধান) তিনটি উপায়েই ব্যক্ত করেছেন। সরল গতিতে চলমান কাহিনীতে কোন অপ্রয়োজনীয় বাঁক রাখেন নি,যেই দোষে দুষ্ট বর্তমান লেখকদের অধিকাংশই। তিনি যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততোটুকই বাঁক এনেছেন। বানানত্রুটি আছে কিছু,কিন্তু সেটা সহজেই পরিমার্জনযোগ্য। কথ্য ভাষা ব্যবহারে পটু লেখক মাঝে মাঝেই ইচ্ছাকৃত আঞ্চলিকতা টেনে এনেছেন,হয়তো উপন্যাসের প্রয়োজনেই। “সময়,স্রোত ও তমাল কারও জন্য অপেক্ষা করে না।” ‘রাফখাতা’ উপন্যাসের শেষ লাইনটি যেন পুরো উপন্যাসকে একসুতোয় গেঁথে দিয়েছে। পুরো উপন্যাসেই ফ্ল্যাশব্যাক আর ফ্ল্যাশ ফরোয়ার্ড রীতিতে লেখক সময়কে নিয়ে খেলেছেন। সময়ের সাথে সাথে উপন্যাসের প্রধান চরিত্রের মনস্তাত্ত্বিক পরিবর্তনগুলোকেও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এক বসায় পড়ে ফেলার মতো উপন্যাস “raafkhata” কেবল সবধরণের পাঠককেই তৃপ্ত করবেনা,পাশাপাশি লেখকের লেখকসত্ত্বাকেও বহুলাংশে ইতিবাচকতা প্রদান করবে বলে আশা রাখি।

      By Intesar Jitul

      05 Feb 2015 08:01 PM

      Was this review helpful to you?

      or

      আশপাশের মানুষগুলোর কাহিনীই যেন পড়ছি - মনে হচ্ছিল। সাবলীল লেখনী। ভাল লেগেছে অনেক। লেখকের কাছ থেকে আরো প্রাণবন্ত লেখা আসবে, আসতেই থাকবে - সেই কামনা রইল।

      By Md. Samiul Hasan Himel

      04 Feb 2015 05:41 PM

      Was this review helpful to you?

      or

      পড়ার সময় কাহিনী প্রবাহতে কিছু কিছু জায়গায় থমকে থমকে গেলেও একবারে থেমে যেতে হয় নি । একটানে পড়ে ফেলছি । প্রতিটি মানুষের জীবনে আসলে দুটি খাতা থাকে । রাফখাতা আর ফেয়ার খাতা । কেউ কেউ দুটোই ব্যবহার করে কেউবা শুধু রাফখাতাটিই করে। বাস্তবে জীবনে খারাপ বা মধ্যম শ্রেণির ছাত্রদের যে সমস্যার মুখোমুখি হতে হয় তা বেশ স্পষ্টভাবেই এই উপন্যাসে উনি ফুটিয়ে তুলেছেন । সেই অবস্থা থেকে ওভারকাম করে জীবনকে যে সুন্দর করে আগিয়ে নিয়ে যাওয়া যায় তার অনুপ্রেরনাও আছে বইটিতে । একরাশ ভালো লাগা ।

      By Damien Thorne

      25 Jan 2015 04:48 PM

      Was this review helpful to you?

      or

      রাফখাতা গল্পটা যেন আমার চেনা এক মানুষের চরিত্রের হুবহু প্রতিফলন, তাই চরিত্র গুলোকে যেন জীবন্ত দেখেছি, ভাল লেগেছে।

    • Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা ছোটবেলায় লিখার জন্য বেশ কয়েক ধরনের খাতা ব্যবহার করতাম।ঘটা করে সেগুলোকে C.W, H.W, রাফখাতা এসব আদিখ্যেতা নামে ডাকা হতো। এরমধ্যে রাফখাতা ছিল সবথেকে নিচের সারির।যখন যা ইচ্ছে তাই লিখে ফেলা যেত এখানে।নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়মের নেই।এক কথায় বললে এলোমেলো লিখার স্তুপকেই রাফ খাতা বলাতাম আমরা। লেখক এ গল্পে তেমনি একজনের চিত্র এঁকেছেন। যার জীবন রাফখাতার মতোই ছন্নছাড়া। সে যা ভাবে তার কোনোটাই সেভাবে পূরণ হয়না।প্রতি বাঁকে ঘুরে যায় ভাগ্যের মোড়।গল্পের নায়কের জীবন যে আসলেই রাফখাতা'র প্রতিচ্ছবি, তা বোঝাতে তার পাশে জুড়ে দেয়া হয়েছে বেশ কিছু আদর্শ বালক আর বালিকা।যাদের জন্মই হয় ক্লাসে ফার্স্ট হবার জন্য।আর যাদের ভিড়ে সে বড্ড বেমানান। গল্পের মূল চরিত্র ছন্নছাড়া একজন মানুষ। ব্যার্থতা মাখা জীবন।যেন আমাদের প্রত্যহ দেখা খুব সাধারণ একটি জীবনের প্রতিবিম্ব উঠে এসেছে উপন্যাসে। raafkhata লেখকের প্রথম উপন্যাস। কিন্তু আমার কাছে একবারের জন্যও তা মনে হয়নি।সাধারণ জীবনধারার অগোছালো চরিত্র পছন্দকারীদের অবশ্য পাঠ যোগ্য উপন্যাস। . . কাহিনী-সংক্ষেপ:: গল্পটা যাকে নিয়ে তিনি হলেন 'আফজাল হোসেন তমাল'।এ নামকরনের পিছনে কাহিনী আছে।তার জন্মের পরে বেশ সময় ধরে হুমায়ূন আহমেদের 'বহুব্রীহি' নাটক জনপ্রিয়তা ধরে রাখে।নাটকে মনসুর চরিত্রে আফজাল হোসেন নামের একজনের অভিনয় ছিল অনবদ্য। অন্যদিকে বাবার নাম 'মনোয়ার হোসেন'।এদুয়ে মিলে নাম দেয়া হয়। তমাল নামের ছেলেটির একটি রাফ খাতা ছিল।সে নাম দিয়েছিল raaf khata.। আসল বানান তো rough khata কিন্তু সে লিখেছে উল্টোটা। অবশ্য এখনকার যুগের ফেসবুক চ্যাটিং ধারীরা প্রথম টাকেই ঠিক বলে থাকবে।তবে আমি বলব পিছনের রহস্য ভিন্ন।এবং সেটিই বড় চমক। তমালের জীবনে প্রথম প্রেম হয়েছিল 'নিশি' নামের এক মেয়ের সাথে।ছন্নছাড়াদের প্রেম যেভাবে শুরু হয় তারটাও তেমনি।দেখা নেই কথা নেই হঠাত রিকশাওয়ালাকে তরুণীর বলা 'মামা ডানে' এক বাক্য আর ডান হাত দেখেই প্রেমে পড়া সাড়া। একসময় জানতে পারে মেয়েটি তার এলাকায় বায়োলজি প্রাইভেট পড়ে। কিন্তু তার তো এই সাবজেক্ট নেই।অথচ তাকে যেভাবে হোক কথা বলতে হবে।সেজন্য অন্য কোচিং এর নাম করে সেখানে ভর্তি হয়ে যায়।পরে তাদের পরিচয়, টুকটাক ফোনে কথা।এরমধ্যে তমাল স্বপ্ন বুনতে শুরু করে।কিন্তু নিশিকেও এ আবেগ ছুঁয়েছে কিনা সে জানেনা। সেতো আদর্শ বালিকা। লেখাপড়াই তার আসল ভুবন।সে কি নিজেকে জড়াবে এই খুচরো আবেগে! শুধু নিশি দিয়ে শেষ নয়।তমালের বেড়ে ওঠাই আদর্শ বালকদের ভিড়ে।তার বাবা,বড় ভাই পিয়াল এবং বন্ধু রাফি এর মধ্যে অন্যতম। শুধু সেই পাড়েনি। তাই এই আদর্শবানদের ঘৃণা করা ছাড়া আর কিছুই করার নেই।একসময় এসে তমালের মেয়েও সেই আদর্শদের ভিড়ে ঢুকে পড়ে।সেকি আবার প্রেমে পড়েছিল! যদি নাই পড়ে তাহলে তার মেয়ে অর্পিতা এলো কিভাবে? তমালের মতো মানুষেদের কোনো লক্ষ্য থাকেনা। সময়ের উপর ভর করেই তারা জীবন পাড়ি দেয়।সময় যা বলে তারা তাই করে।সময়কে পরিচালনা করার ক্ষমতা তাদের নেই।রাফির বাবা অবশ্য বলে সে অর্বাচীন। মানে ম্যাচুর না।অবশ্য তিনি এও বলেন এই অর্বাচীনরাও মাঝেমধ্যে খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।তমাল কি সেসব করতে পেরেছিল? আমি বলব-অকর্মারাও সৌভাগ্যবান হয়। . . ব্যক্তিগত মতামত:: মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ রাফখাতা'র জীবন পার করে।আমিও তাদের একজন।সেজন্য বইটা ভালো লাগার পরিমাণ একটু বেশি।পুরোটা অনেক মজা নিয়ে পড়েছি।তাছাড়া লেখকের লিখার বর্ণনাও খুব সাবলীল। এক বসায় শেষ করেছি পুরোটা। একটা ব্যাপার আমার পছন্দ হয়নি।নিতান্ত ব্যক্তিগত মতামত। উপন্যাসে একজায়গায় হুমায়ূন আহমেদ 'স্যার' বলা হয়েছে।এই 'স্যার' আদিখ্যেতা আমার অপছন্দ ।যদি রবীন্দ্রনাথ ঠাকুর আসতো, তাহলে সম্ভবত বলা হতো না। আর একটি বিষয় সামান্য বিরক্ত লেগেছে। ঘুরেফিরে একই কথা বারবার বলা।সামান্য ছিল,তবুও মনে হয়েছে না বললেও চলতো। প্রচ্ছদ আরো ভালো হতে পারতো।মনে হয় গল্পের সাথে মিল রেখে আরো অনেকভালো প্রচ্ছদ বানানো যেত। https://www.rokomari.com/book/92813/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be

      By Ashraful Islam

      23 Jan 2015 08:28 AM

      Was this review helpful to you?

      or

      রাসয়াত রহমান জিকো'র প্রকাশিত গল্পের বই পড়ার সুখকর অভিজ্ঞতা ছাড়াও তাকে অনলাইন লেখালেখির একটা বিস্তৃর্ণ পাঠ থেকে তার লেখালেখির প্রাঞ্জলবোধটা জানি। উনি একাধারে দারুন গল্প বলিয়ে, অসাধারণ হিউমারের অধিকারী একজন, এবং সবচেয়ে বড় কথা প্রত্যক্ষণ ক্ষমতা। একজন লেখক তখনই এগোতে পারেন যখন তিনি দেখতে পারেন ভালো। এই চমৎকার সম্ভাবনাময়ী লেখকটি উপন্যাসে হাত দিয়েছেন জেনেই ভালো কিছুর প্রত্যাশা বেড়ে গেছিলো। এর পেছনে অবশ্য, উনার গল্প লিখে পরিণত লেখক মানসিকতা নিয়ে এগোনোটা ও সাহস দিচ্ছিলো। 'রাফখাতা' তাই আমাদের সম্ভাবনাময় এক লেখকের পথচলার গুরুত্বপূর্ণ ধাপ। সহজ, সাবলীলভাবে মানুষ ও যাপনকে বর্ণনা করার এই ক্ষমতা নিয়ে লেখক এগিয়ে যাবেন বহুদূর, শুভকামনা রইলো।

      By Zahid Hossain Rafin

      23 Jan 2015 06:27 AM

      Was this review helpful to you?

      or

      লেখকের আগের "কলম" নামের বইটার প্রতিটি গল্পই অনুপ্রেরণা যোগানোর যথেস্ট ছিলো। ফেসবুক থেকে বুঝা গেলো এই বইটির নায়ক জীবনে প্রায় সব জায়গায় 'বাশ' খাবে। তবে শেষে কি হবে তা জানতে হলে বইটা পড়তে হবে ;) আশা করা বইটা বেশ ভালো লাগবে :) লেখক আরো বড় লেখক হোক :)

      By Faisal Akram Ether

      24 Jan 2015 09:59 AM

      Was this review helpful to you?

      or

      একটা বই ভাল লাগে যখন গল্পটা ভাল হয়, চরিত্রের গাঁথুনি গুলা ভাল হয়, গল্প বলার ধরন টা ভাল হয়। "রাফখাতা" পড়তে পড়তে আমি এর চরিত্র গুলোর অনুভুতি, অভিমান গুলো অনুভব করতে পারছিলাম। তাই বইটা শুধু ভাল না, খুব ভাল লেগেছে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!