
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘আলো ছায়ার জোয়ার-ভাটা’—স্মৃতিমূলক গদ্যের বই। জীবন-তারিখ, স্মরণে বরণে, নানাবিধ ও চরিতামৃত—এই চার ভাগে সজ্জিত রচনাসংকলনটিতে রয়েছে ‘বেতার বাংলা’ পত্রিকার জন্ম-ইতিহাস—জননেতা মওলানা ভাসানী, কবি ফর্রুখ আহ্মদ, সাংবাদিক আলহাজ্ব শামসউল হুদা এবং গীতিকার ও মুক্তিযোদ্ধা বেতারকর্মী শহীদুল ইসলাম সম্পৃক্ত স্মৃতি এবং নজরুল জীবনের অলিখিত কথা; ‘শাপলা শালুকের আসর’ ও বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর বিষয়ক ইতিহাস অনুষঙ্গী রচনাসহ কিছু ব্যক্তিগত স্মৃতি ও আত্মগত উপলব্ধির কথাও এই বইকে মূল্যবান করেছে। স্বাধীনতা-উত্তর কালে বেতার বাংলা পত্রিকাটির সূচনামুহূর্ত সম্পর্কে তাঁর চেয়ে বেশি কেই-বা বলতে পারবেন। কবি ফর্রুখ আহ্মদের ব্যক্তিত্বের উজ্জ্বলতাকে কতই না ভালোবাসা মাখিয়ে তুলে ধরেছেন তিনি! স্বাধীনতা-উত্তর কালে কবির বিপর্যস্ত দিনগুলির পরিচয়ও রয়েছে এখানে। মওলানা ভাসানীর স্মৃতিও নানা ইতিহাস-অনুষঙ্গে ভরপুর। এতে সংকলিত রচনাটি মনে করিয়ে দেয় গীতিকার শহীদুল ইসলামের কথা ভুলে গেলে আমাদের চলবে না। কবি বেনজীর আহমদ বা শিশুসাহিত্যিক-সাংবাদিক মোহাম্মদ মোদাব্বেরের সূত্রে নজরুল-জীবনের কিছু অজানা কথাও উঠে এসেছে। ছোটবেলার স্মৃতি বলতে গিয়ে দুই কালের মধ্যে গড়ে তুলেছেন সেতুবন্ধ! ফজল-এ-খোদার এই গদ্য রচনাগুলোতে উদার এক প্রগতিবাদী মনের পরিচয় পাওয়া যায়। স্মৃতিবিধুর এই রচনাগুলো শৈলীগত পরিশীলনের চেয়ে আন্তরিক উপলব্ধির সরল প্রকাশ হিসেবে বেশি মূল্যবান।




