
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘উপনিবেশ’ গল্পগ্রন্থে উনিশটি গল্প রয়েছে। ছোট পরিসরে শাহনেওয়াজ বিপ্লব ছোটগল্পকে ফুলের মতো ফুটিয়ে তোলেন নিজস্ব সৃজন-দক্ষতায়। প্রথম গল্প ‘উপনিবেশ’। অতি বাস্তবতা বা পরাবাস্তবতার আঙ্গিকে উপনিবেশ গল্পে মানুষের প্রতিদিনের লড়াই, ক্লেদ আর কদর্যের মুখোশ খুলে দিয়েছেন রূপকের নিপুণ ব্যবহারে। ভয়াবহ নিঃসঙ্গতার মধ্যে একটা দেশ কীভাবে আর একটা দেশকে গিলে খায়, দখল করে—তারই প্রামাণ্য গল্প ‘উপনিবেশ’। একজন সচেতন গল্পকারের কাছে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ফেলে যাওয়া দিনরাত্রির কাছে মানুষ চেতন বা অবচেতনে অঙ্গীকারবদ্ধ থাকে। সেই অঙ্গীকারের স্বাক্ষরে অনবদ্য আখ্যান লিখেছেন শাহনেওয়াজ বিপ্লব তাঁর ‘রাতের কাহিনীকার’ গল্পে। মানুষ যতদূরে যায়, প্রকৃতপক্ষে সে নিজের কাছেই ফিরে আসে। ‘রাতের কাহিনীকার’ গল্পে চট্টগ্রামের বিপ্লব নিজের কাছেই ফিরে এসেছেন। তবে আঙ্গিক বা প্রকরণ ভিন্ন। ‘রাতের কাহিনীকার’ গল্পের ভেতর দিয়ে গল্পকার শাহনেওয়াজ বিপ্লব ইতিহাসের অনালোকিত একটি বর্বর অধ্যায়কে নতুন করে পাঠকের সামনে হাজির করেছেন। ‘চিঠি’ খুব সাধারণ, পারিবারিক, ব্যক্তির প্রকাশ সম্পর্কিত গল্প। রুবা অনেকদিন পর একটি চিঠি পায়। কে লিখেছে চিঠি? শেষ মুহূর্তে জানা যায়, ভালোবাসার প্রকাশে ব্যর্থ স্বামী—ভালোবাসা জানাতেই চিঠি লিখেছে। শেষ না হওয়া পর্যন্ত পাঠক বিভ্রান্তিতে আক্রান্ত থাকে। শাহনেওয়াজ বিপ্লবের গল্পগ্রন্থ ‘উপনিবেশ’-এর ১৯টি গল্প থেকে তিনটি গল্পের সামান্য ব্যবচ্ছেদে একজন গল্পকারকে কতটুকুই বা উপস্থাপন করা যায়? বাংলা ভাষার একজন নির্মেদ কথাকার, প্রকরণে আধুনিক কিন্তু মননে ইতিহাসাশ্রয়ী, ঋদ্ধ, প্রতিভাবান গল্পকার শাহনেওয়াজ বিপ্লবকে স্বাগত জানাই!




