
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ছায়ামানবী
রাসেল, আমি একটা শাড়ি পরি? - রাতের বেলা আবার শাড়ি পরবে কেন? এখন যা পরে আছ তাতে কি সমস্যা? -আহা... আমি গ্রামে এসেছি। এখানে যতক্ষন আছি শাড়ি পরে থাকব। জিন্স টপস বাদ। -কিন্তু এখন তো ঘুমাব। এই সময়ে আবার শাড়ি পরাপরি কি? -এমন কর কেন? পরি না... বললাম না গ্রামে এসেছি। -গ্রামে এসেছি তো কি হয়েছে? তাহলে আমিও একটা লুঙ্গি পরি, কাছা দিয়ে তোমার পাশে বসে থাকি। কি বল? -চুপ কর। আমি এখন শাড়ি পরে তোমার সাথে জানালা দিয়ে তাকিয়ে থাকব। -জানালা দিয়ে তাকিয়ে থাকার জন্য যে ড্রেস কোড আছে তা তো জানতাম না। আচ্ছা পরবে য...See More

বাংলা কমিক্স রিভিউ: রুহান রুহান - ১
গল্প হিসেবে রুহান রুহান পড়া ছিল আগেই। খুব অসাধারণ না হলেও খারাপ না। তবে ব্যাটল, ডিস্টোপিয়ান একটা সেটিং, সব মিলে বেশ ভালো একটা সাই-ফাই, ব্যাটল কমিক্স হওয়ার পসিবিলিটি আছে বলেই মনে হয়েছিল। প্রথম পার্ট হতাশ করে নাই। ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ডস এসব বেশ ভাল্লাগসে। প্রধান ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং। গল্পের প্রগ্রেশন ভালোই। গল্পটা যেভাবে শুরু করেছে সেটাও ভাল্লাগসে। ভালো লাগে নি রুহানের ব্যাটল ইউনিফর্ম। বড়ই উইয়ার্ড এবং খুব একটা এট্রাক্টিভ না। এট্রাক্টিভ হওয়াটা হয়তো উদ্দেশ্যও ছিল না, যাই হোক...See More

কিন্কর আহসানের 'কাঠের শরীর'
প্রছদ দেখে বইয়ের প্রেমে পরার অভ্যাস আমার অনেক আগের। কাঠের শরীর বইটির প্রচ্ছদ দেখে প্রথমেই প্রেমে পরে যাই। নামটাও বেশ। মনে ধরার মত। কিন্তু বিপত্তি ঘটল লেখকের অবস্থা দেখে। সাধারনত টাকা দিয়ে কিনে নতুন কোনো লেখকদের বই কিনে পড়তে বেশ সন্দেহেই থাকি। যদি মজা না পাই। বইয়ের মধ্যে যে রসায়নটা থাকা দরকার সেই রসায়নটা খুজে না পাই তাহলে তো পুরো টাকাটাই মাটি!! তবুও একজন পাঠক হিসেবে নতুন লেখকদের প্রতি আমার অগাদ বিশ্বাস। সর্বদাই আমি বিশ্বাস করি নতুন লেখকদের কাছ থেকে এমন কিছু পাব যা পুরাতন লেখকদের চাইতে ঢের ভ...See More

ভালই
যারা উম্মাদ পড়তে ভালবাসেন, তাদের বইটি ভাল লাগবে। আঁতেলরা বইটি কিনবেনা।

Thanks to Gaffer
Thanks "Md. Abdul Gaffer". Go ahead.....Hearty Congrats.....

হাসতে চাইলে
সুন্দর করে মনের মাধুরি দিয়ে দাঁতে খিল ধরানোর মতো একটি বই ১০০% ফান। নতুন লেখক হিসেবে ভালো লিখেছেন। শুভ কামনা

বইটি পড়ে ভাল লাগল
অয়নান্ত সূর্যের দিন নামটি দেখেই ভাল লাগল। বইটি পড়ার পর আরও ভাল লাগল। লেখককে শুভেচ্ছা। লেখকের অন্য বইগুলোও দ্রুত পড়ার ইচ্ছা রাখি।

nice writing
Awsome.....Awsommeee..........AWSOMEEEEEE....................





