
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ওয়েব ডেটাবেজ এ্যাপ্লিকেশন মাইএসকিউএল-পিএইচপি (সিডি সহ)
মোজাহেদুল ইসলাম ঢেউ
চমৎকার একটি বই প্রাথমিক ভাবে
রকমারি ডট কম কে আমার আন্তরিক ধন্যবাদ এই বইটি আমার নাগালে আনার জন্য ।

মুভির ভিডিও কোয়ালিটি নিয়ে ছোট্ট কথা
ইন্টারনেটে একটা বাচ্ছা ছেলের গুলতি দিয়ে প্লেন মারার যে ছবি পাওয়া যায়, তা অনেক পরিষ্কার। এ থেকে ধারণা করা যায়, মুভির ভিডিও কোয়ালিটিও ভাল। কিন্তু আমি ডিভিডি কিনে খানিকটা হতাশ হয়েছি কোয়ালিটি দেখে। ঝাপসা ... মনে হয় কুয়াশার মধ্যে থেকে শ্যুটিং করা হয়েছে যা ঐ প্লেনের ছবিটার সাথে খাপ খায় না। এটা একটা খারাপ দিক। আর কাহিনী নিয়ে বলার কিছু নেই। ওটাই একমাত্র আপনাকে এই খারাপ কোয়ালিটির ফিল্ম দেখার কষ্ট থেকে মুক্তি দিতে পারে। :)

দ্য সেভেন্থ স্ক্রল
চার হাজার বছর ধরে লোকচক্ষুর আড়ালেই ছিল ফারাও মামোসের সমাধি ও তাতে লুকানো বিপুল পরিমান সম্পদ। আর এই সম্পদের সুত্র লুকানো ছিল রাণী লসত্রিসের সমাধিতে ধাঁধার মধ্যে। বিখ্যাত টাইটার ধাঁধা। আর্কিওলজিস্ট ডুরেঈদে এবং তার স্ত্রী রোয়েনের হাতে। আর এই সম্পদের লোভে খুন হয় ডুরেঈদে। একলা রোয়েন বেড়িয়ে পরে সেই সমাধির খোঁজে। সঙ্গী হয় সৌখিন এন্টিক কালেক্টর নিকোলাস। শুরু হয় আতাতায়ী আর রোয়েন নিকোলাসের মধ্যে সমাধি ও তার বিপুল সম্পদের জন্য হাড্ডা হাড্ডি লড়াই। স্বভাবতই আমরা জানি কে জিতবে এই লড়াইয়ে। কিন্তু রোমাঞ্চ পুর...See More

অসাধারণ!
আমার মতে, এরকম একটা চলচ্চিত্র সবার সংগ্রহে থাকা উচিত। বাংলা চলচ্চিত্রের সাহসিকতা, বলিষ্ঠতা প্রদর্শনের একটি অমূল্য দলিল এটি। তারেক মাসুদের ডিরেকশন আর মিশুক মুনিরের সিনেমাটোগ্রাফিতে চলচ্চিত্রটি আরো শক্তিশালী হয়েছে! তারেক মাসুদ-মিশুক মুনিরের প্রতি শ্রদ্ধা!

ভাল
The poetries written by Mr. Gazi are very nice. I liked those as for direct writings.

সুন্দর
কবিতাগুলো ভালই। সামান্য আতলামী আছে, তবে খারাপ না। তবে আমার মনে হয় কবিতাগুলোর কথা গুলো কবিদের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তেমন একটা লেখা হয়নি, বেশীর ভাগই কল্পনা প্রসুত।

অসাধারণ লেখনী
সহজ সরল ভাষায় মনের কথা গুছিয়ে কবিতায় রুপান্তরিত হয়েছে অসাধারণ কিছু কবিতায়।

দ্য কোয়েস্ট
অনুবাদ আসলেই মান সম্পন্ন হয়নি। তবে বইয়ের কাহিনী ভালো লেগেছে। আমি বলব পারলে আপনারা ইংরেজী বইটা পেলে ওইটা পরেন।

ওয়ারলক
প্রাচীন মিশরের কাহিনী নির্ভর উপন্যাস ওয়ারলক। তবে এ কাহিনী গিজার পিরামিড স্থাপনের অনেক পরের কাহিনী। মূল চরিত্র গুলোর অন্যতম টাইটা (ওরফে ম্যাগোস, ওয়ারলক), নেফার, টর্ক, নাজ। যাদু বিদ্যা, বর্শা আর তলোয়ারের ঝনঝনানি, দেব দেবীর আশির্বাদ অভিশাপ মিলিয়ে জোসস একটি উপন্যাস। ৫৪৩ পৃষ্ঠার এই বই আপনাকে সহজে বোর হতে দেবে না। আশা করি জলদি আপনারা বইটি পড়বেন।





