-লেখক পরিচিতিঃ ডা. রেহানা খানম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পরপরই ১৯৭৯ সালে ঢামেকেই এসিস্ট্যান্ট সার্জন হিসেবে যোগদান করেন।পরবর্তীতে আর্মি মেডিকেল কোরে যোগদানের পূর্বে ও পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও কোর্সে যোগদান করেন কর্মজীবনে দীর্ঘ ২৪ বছর তিনি সিএমএইচে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা প্রদান করেছেন।তিনি বর্তমানে ক্লিনিক্যাল ও দেশ-বিদেশের সাথে গবেষণায় যুক্ত রয়েছেন।
-কাহিনী সংক্ষেপঃ প্রথমেই লেখিকা স্বীকার করে নিয়েছেন যে,বাংলা ভাষায় অনুবাদ করে এসব ক্রিটিকাল বিষয় লেখার চেয়েও পাঠকের বুঝতে কষ্ট বেশি হবে।এবং এটাই স্বাভাবিক। বইটি মূলত গর্ভবতী মা এবং শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়াসে লেখা হয়েছে।
গর্ভকালীন সময়ে মায়ের খাদ্য কেমন হবে?কি কি ত্যাগ করতে হবে কিংবা কোন খাবার বেশি বেশি গ্রহন করতে হবে।অর্থাৎ, সুষম খাবার সমৃদ্ধ একটি পরিপূর্ণ লিস্ট সচিত্র বর্ণনা করা হয়েছে বইটিতে। নবজাতকের পরিচর্যা, ব্রেস্ট ফিডিং; মায়ের দুধের পাশাপাশি শিশুর জন্য কোন কোন খাবার বাড়তি প্রয়োজন এসবের সচিত্র তালিকা দেয়া আছে।
শিশুর বয়স অনুযায়ী ৬ টি বিশেষ দৈহিক বিকাশ এর বর্ণনা। যেমনঃ ১১-১২ মাস বয়সে কারো সাহায্য নিয়ে দাঁড়ানো,১৪-১৫ মাস বয়সে কিছু না ধরেই দাঁড়াতে পারা,১৬-১৭ মাস বয়সে নিজে নিজেই হাটা।
বিভিন্ন রোগ থেকে বাঁচতে প্রতিষেধক হিসেবে টীকা,এবং কোন টীকা কিসের জন্য দেয়া হয় এসবেরও বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে।নবজাতকের জন্মগত যেসকল ত্রুটি অর্থাৎ জেনেটিক রোগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট শিশুদের ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
-পাঠ প্রতিক্রিয়াঃ প্রতিটি নারীর জন্য তো বটেই সচেতন মানুষ হিসেবে সকলের জন্যই বইটি অনেক গুরুত্বপূর্ণ বলতেই হয়।
MBBS (DMC), MMED, PAED (NUS) MRCP CH UK, MPH- EPIDEMIOLOGY (SUB-BD), DCH (IPGM&R)-DU. ডা, রেহানা খানম এমবিবিএস ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাস করার সাথে সাথেই তিনি ১৯৭৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ইনসার্ভিস ট্রেনিং শেষ করে এসিসট্যান্ট সার্জন হিসেবে প্রথম পেশা জীবনে প্রবেশ করেন। পরবর্তীতে আর্মি মেডিক্যাল কোরে যােগদানের পূর্বে ও পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও কোর্সে যােগদান করেন। তারমধ্যে উল্লেখযােগ্য মাস্টার অফ মেডিসিন ও মাস্টার অফ পিডিয়াট্রিকস যার সমমান ডিগ্রি এমআরসিপি, সিএইচ ইউকে-ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর থেকে অর্জন করেন ও রেজিস্ট্রিভুক্ত হন। পরবর্তীতে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমপিএইচ, এপিডেমিওলজি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘ ২৪ বছর কেটেছে শিশুরােগ বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন সিএমএইচে। তাছাড়া AFMI ও AFMC-তে সিনিয়র ইনস্ট্রাকটর ও শিক্ষক হিসেবে নিয়ােজিত ছিলেন। এখানে আরাে উল্লেখ্য যে, কনসালট্যান্ট হিসেবে রয়েল মালয়েশিয়ান আর্মিতে প্রেষণে নিয়ােগ ও পেশাগত দায়িত্ব পালন, ইউএসএ পরিচালিত Adventist হাসপাতাল, পেনাঙ্গ, মালয়েশিয়াতে। পেরিনেটাল মেডিসিনে বিশেষ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও দায়িত্ব পালন এবং সিঙ্গাপুরে কোর্স ও ট্রেনিং পেশা জীবনের একটি মাইল ফলক।। দেশ-বিদেশের মেডিক্যাল জার্নালে তার অনেক গবেষণামূলক আর্টিকেল ছাপা হয়েছে। লে. কর্নেল (ডা.) রেহানা খানম (অব.) বর্তমানে ক্লিনিক্যাল ও দেশ-বিদেশের সাথে গবেষণায় যুক্ত।