-লেখকপরিচিতিঃ ডা. রেহানা খানম ঢাকামেডিকেল কলেজথেকে এমবিবিএস শেষকরার পরপরই ১৯৭৯সালে ঢামেকেই এসিস্ট্যান্টসার্জন হিসেবে যোগদানকরেন।পরবর্তীতে আর্মিমেডিকেল কোরেযোগদানের পূর্বেও পরে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টগ্রাজুয়েশন ট্রেনিংও কোর্সে যোগদানকরেন কর্মজীবনে দীর্ঘ২৪ বছর তিনিসিএমএইচে শিশুরোগবিশেষজ্ঞ হিসেবেসেবা প্রদান করেছেন।তিনিবর্তমানে ক্লিনিক্যালও দেশ-বিদেশেরসাথে গবেষণায় যুক্তরয়েছেন।
-কাহিনী সংক্ষেপঃ ডেঙ্গুএডিস ইজিপ্টি ওএডিস এলবোপিকটূস মশাবাহিতড্যান ভাইরাস দ্বারাআক্রান্ত সংক্রামকরোগ।ডেঙ্গু নামটিরসাথে আমরা সবাইপরিচিত হলেও ২০১৯সালে বেশ বড়সড়আকারে দেখা দিয়েছিলোবাংলাদেশে ডেঙ্গুবিশেষকরে রাজধানীঢাকাতে।লেখিকা লেকর্নেল ডা রেহানাখানম অব. ডেঙ্গুরোগটি সম্পর্কে বিস্তারিতআলোচনা করেছেন বইটিতে।ডেঙ্গু কি বাকেন হয়? শিশুদেরডেঙ্গু নিয়ে আলোচনাএবং গর্ভবতী নারীদেরডেঙ্গু সংক্রমন নিয়েআলোচনা করা হয়েছে।তাছাড়া,
-নিপাহ ভাইরাস
-চিকনগুনিয়াহ
-ম্যালেরিয়া
সম্পর্কে আলোচনাকরা হয়েছে বিস্তারিত।সেই সঙ্গে 'প্রয়োজনীয়খাদ্য ও সময়সূচিও পুষ্টিগুণ' শীর্ষকঅধ্যায়ে খুবইগুরুত্বপূর্ণ খালিপেটে এবং ভরাপেটে যেসকল খাদ্যগ্রহন করা যাবেআর কি কিখাদ্য গ্রহন করাযাবে না সেসম্পর্কে বলাহয়েছে।আরও গুরুত্বপূর্ণহলো,আমাদের নিত্যদিনেরঅভ্যাসে পরিণতহওয়া দুধ চানিয়ে আলোচনা।কতটা ক্ষতিকরএই চা তাওজানা যাবে।
-লেখকের লেখনী নিয়েকিছু কথাঃ বরাবরেরমতোই সাবলীলভাবে তুলেধরার চেষ্টা করেছেনলেখিকা।ছবির সংযুক্তিঅবশ্যই বইটিতে অনন্যমাত্রা স্থাপন করতেসহায়তা করবে।
MBBS (DMC), MMED, PAED (NUS) MRCP CH UK, MPH- EPIDEMIOLOGY (SUB-BD), DCH (IPGM&R)-DU. ডা, রেহানা খানম এমবিবিএস ঢাকা মেডিক্যাল কলেজ থেকে পাস করার সাথে সাথেই তিনি ১৯৭৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ইনসার্ভিস ট্রেনিং শেষ করে এসিসট্যান্ট সার্জন হিসেবে প্রথম পেশা জীবনে প্রবেশ করেন। পরবর্তীতে আর্মি মেডিক্যাল কোরে যােগদানের পূর্বে ও পরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও কোর্সে যােগদান করেন। তারমধ্যে উল্লেখযােগ্য মাস্টার অফ মেডিসিন ও মাস্টার অফ পিডিয়াট্রিকস যার সমমান ডিগ্রি এমআরসিপি, সিএইচ ইউকে-ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর থেকে অর্জন করেন ও রেজিস্ট্রিভুক্ত হন। পরবর্তীতে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমপিএইচ, এপিডেমিওলজি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘ ২৪ বছর কেটেছে শিশুরােগ বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন সিএমএইচে। তাছাড়া AFMI ও AFMC-তে সিনিয়র ইনস্ট্রাকটর ও শিক্ষক হিসেবে নিয়ােজিত ছিলেন। এখানে আরাে উল্লেখ্য যে, কনসালট্যান্ট হিসেবে রয়েল মালয়েশিয়ান আর্মিতে প্রেষণে নিয়ােগ ও পেশাগত দায়িত্ব পালন, ইউএসএ পরিচালিত Adventist হাসপাতাল, পেনাঙ্গ, মালয়েশিয়াতে। পেরিনেটাল মেডিসিনে বিশেষ পােস্ট গ্রাজুয়েশন ট্রেনিং ও দায়িত্ব পালন এবং সিঙ্গাপুরে কোর্স ও ট্রেনিং পেশা জীবনের একটি মাইল ফলক।। দেশ-বিদেশের মেডিক্যাল জার্নালে তার অনেক গবেষণামূলক আর্টিকেল ছাপা হয়েছে। লে. কর্নেল (ডা.) রেহানা খানম (অব.) বর্তমানে ক্লিনিক্যাল ও দেশ-বিদেশের সাথে গবেষণায় যুক্ত।