কেন এই বই অনেকেরই পত্রিকায় পিআর লিখে পাঠাতে হয়। কিন্তু পিআর লেখার নিয়ম না জানার কারণে অনেকের পিআর ছাপা হয়না আর হলেও পাঠক পড়ে না বা ভিউ হয়না। তাই সংবাদ বিজ্ঞপ্তি লেখা ও প্রচার প্রসারের কৌশল জানাতে এই বই।
কোন ধরনের প্রতিষ্ঠান বইটি কিনে অফিসে রাখলে তাদের কাজে লাগবে? ব্যবসা প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, এসএমই, বিশ্ববিদ্যালয়, এনজিও, ব্যাংক-বীমা, সরকারী মন্ত্রণালয় ও দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি প্রতিষ্ঠানের পিআর লেখা, বিতরণ ও প্রচারণার জন্য বইটি দরকার হবে।
কি আছে বইটিতে? বইটিতে রয়েছে ১৮টি অধ্যায়। যেমন প্রেস রিলিজের প্রয়োজনীয়তা, প্রেস রিলিজের বৈশিষ্ঠ্য ও আকৃতি প্রকৃতি, প্রেস রিলিজের কাঠামো, প্রেস রিলিজ লিখন পদ্ধতি, প্রেস রিলিজ বিতরণ মডেল, প্রেস রিলিজে এসইও এর গুরুত্ব, সংবাদ বিজ্ঞপ্তি লেখার নিয়ম, সংবাদ বিজ্ঞপ্তি লেখার বিভিন্ন কাঠামো, সংবাদ বনাম প্রেস রিলিজ, সংবাদ বিজ্ঞপ্তির সূচনা কৌশল, প্রেস রিলিজ কার্যকর করার কৌশল, প্রেস রিলিজ এর ছবি তোলার নীতি, ভিডিও পিআর, নমূনা পিআর, মানহানি মামলা ও কতিপয় পরিভাষা।
জাহাঙ্গীর আলম শোভন একজন বহুমাত্রিক লেখক, যিনি ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি, যার মধ্যে মৌলিক বই রয়েছে ১৪টি। ভ্রমণসাহিত্য, আত্মউন্নয়ন, ব্যবসা, জাতীয় সমস্যা ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের নানা বিষয় নিয়ে তার লেখনী পাঠকমহলে ব্যাপকভাবে প্রশংসিত। বাংলাদেশসহ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা ও ব্লগে তার লেখা প্রকাশিত হয়েছে, যার পাঠকসংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। লেখালেখিতে তিনি জাতীয় পর্যায়ের দুটি পুরস্কার অর্জন করেছেন। শিপিং ব্যবসার মাধ্যমে তার উদ্যোক্তা-জীবনের সূচনা হলেও পরবর্তীতে তিনি প্রযুক্তিনির্ভর উদ্যোগে ঝুঁকে পড়েন। করোনাকালীন সময় ই-কমার্স খাত সচল রাখতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং এর স্বীকৃতিস্বরূপ তিনি ই-ক্যাবের “ই-কমা অ্যাওয়ার্ড”, ২০২১ সালে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার” এবং ২০২৩ সালে “স্মার্ট বাংলাদেশ পুরস্কার” অর্জন করেন। পাশাপাশি, এসএমই খাতে অবদানের জন্য তিনি পেয়েছেন উত্তরন এসএমই অ্যাওয়ার্ড ২০২৩। তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক। এছাড়া তিনি একজন চিন্তক, যিনি বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন লালন করেন।