ঘুমের ঘোরে মানুষ স্বপ্নের জগতে প্রবেশ করে। বিচরণ করে স্বপ্ন নামক জগতে। এমন কোনো মানুষ নেই, যারা স্বপ্ন দেখে না। দিন হোক বা রাত, যে-কোনো সময়-ই মানুষ স্বপ্ন দেখতে পারে।কেউ দেখে ভালো স্বপ্ন, কেউ দেখে খারাপ। স্বপ্নের মধ্যে কেউ হাসে, কেউ কাঁদে। কেউ খুশি হয়ে যায়, আর কেউ হয় চিন্তিত। স্বপ্নে কেউ পায় স্বস্তি, আর কেউ পায় ভয়। স্বপ্ন—কখনও নিয়ে আসে সুসংবাদ, আবার কখনও দুঃসংবাদ। মোটকথা, স্বপ্ন সবার দোরগোড়ায় কড়া নাড়ে। সবার সামনেই হাজির হয় ভিন্ন ভিন্ন ঘটনা ও বিষয় নিয়ে।আমরা স্বপ্ন দেখি, সাথে সাথে অনেক ভুলভ্রান্তিও করি। এছাড়া, অনেক অনেক ভুল পদক্ষেপও গ্রহণ করি। ফলে, অতি সহজেই নিজের বিপদ নিজেই ডেকে আনি। তার কারণ, আমরা জানি না—স্বপ্নটা আসলে কী? জানি না, কোন স্বপ্ন কীরকম? জানি না, স্বপ্ন দেখলে আমাদের কী করণীয়? মোটকথা, স্বপ্নের বিষয়ে অজ্ঞতা আমাদের নিপতিত করে বিপদের মুখে।স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্ন মানুষ কেন দেখে, কোন স্বপ্নের ব্যাখ্যা কী— ইত্যাদি বিষয় নিয়ে মানব সভ্যতার কৌতূহল ও আকাঙ্ক্ষা ব্যাপক।স্বপ্ন কী, স্বপ্ন কীরকম, স্বপ্নের প্রকারভেদ, স্বপ্নের সাথে বাস্তবতা, স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্ন বিষয়ক সতর্কবার্তা-সহ—ইত্যাদি বিষয় “স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা” নামক বইয়ে সন্নিবেশিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি পাঠক, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সতর্কতা অবলম্বন করতে পারবেন, ইন শা আল্লাহ।
মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্রসিদ্ধ শায়েখ-মাশায়েখদের কাছ থেকে নিয়েছেন 'হাদিসে নববীর' ইজাজাহ। লেখালেখির হাতেখড়ি সেই ছাত্রা জামানা থেকেই। সেই থেকে শুরু, অদ্যবধি চলছে আলহামদুলিল্লাহ। ওনার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ— "নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে লড়াই, অলসতার বিরুদ্ধে লড়াই, আমার শত্রু আমি, স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা, জীবনের আয়না ও প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি।" তন্মধ্যে, নফসের বিরুদ্ধে লড়াই, শয়তানের বিরুদ্ধে ও আমার শত্রু আমি— এই তিনটি বই বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়া, ওনার সম্পাদনার হাত ধরে প্রকাশিত হয়েছে আরও বেশ কয়টি বই ।