বিষয় সমাজতত্ত্ব-দ্বিতীয় খণ্ড : ‘সমকালীন সমাজতত্ত্ব ও তার পরিসর' শীর্ষক পুস্তকটি প্রকাশিত হল। স্নাতক (অনার্স), স্নাতকোত্তর প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা এবং আনুষঙ্গিক অন্যান্য অনেক বিষয়ের পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের প্রয়োজন পূরণের পরিপ্রেক্ষিতে পুস্তকটি প্রণীত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক পরিকল্পিত পাঠক্রম এবং তদনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবর্তিত পাঠ্যক্রমের পরিপ্রেক্ষিতে পুস্তকটির কাঠামো পরিকল্পিত এবং বিষয়বস্তুর আলোচনা বিন্যস্ত হয়েছে। সমাজতাত্ত্বিক বিষয়াদির আলোচনা-অনুশীলনে আগ্রহী সাধারণ পাঠকদের প্রয়োজন পূরণের পরিপ্রেক্ষিতে পুস্তকটির প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত। ‘বিষয় সমাজতত্ত্ব” শীর্ষক পুস্তকটি পূর্বে প্রকাশিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। নতুন কলেবরে প্রকাশিত বিষয় সমাজতত্ত্বের আলোচনাকে অধিকতর সমৃদ্ধ করা হয়েছে। অধিকাংশ বিষয়বস্তুর আলোচনার সঙ্গে সংযুক্ত হয়েছে সাম্প্রতিককালের বহু ও বিভিন্ন আলোচনা। তার ফলে স্বাভাবিকভাবেই পুস্তকটির কলেবর বৃদ্ধি পেয়েছে। সমাজতাত্ত্বিক বিষয়াদির আলোচনা-অনুশীলনের মানোন্নয়ন ও সর্বাধুনিকরণের তাগিদে যথাসম্ভব উদ্যোগ-আয়োজন গৃহীত হয়েছে। সমাজতাত্ত্বিক নৃবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শনশাস্ত্র, ভূগোল, আইন প্রভৃতি বিভিন্ন পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের প্রয়োজন পূরণে পুস্তকটি বিশেষভাবে প্রাসঙ্গিক প্রতিপন্ন হবে। পুস্তকটির অধিকতর উৎকর্ষসাধনের স্বার্থে গঠনমূলক আলোচনা সাদরে গৃহীত হবে।